adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

‘প্রধানমন্ত্রী বাসন মাজেন, আবর্জনা ফেলেন’

10626792_775359639196827_7028487979880470526_nআন্তর্জাতিক ডেস্ক : জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে দেশ চালানোর পাশাপাশি সংসারের কাজেও বেশ পটু। স্ত্রী আাকি এক সাক্ষাতকারে তাঁর স্বামী সম্পর্কে অনেক মজার কথা জানিয়েছেন। জাপানে নারীদের আরও এগিয়ে যেতে উতসাহ দিচ্ছেন স্বামী-স্ত্রী।, জাপানের সমাজ অত্যন্ত পুরুষতান্ত্রিক হিসেবে পরিচিত। তার উপর সে দেশের প্রধানমন্ত্রীও রক্ষণশীল দলের নেতা। কিন্তু তাঁর স্ত্রী জানালেন, শিনজো আবে মোটেই ‘ম্যাচো' প্রকৃতির মানুষ নন। আসলে তিনি নিজেই এত ব্যস্ত থাকেন যে, স্বামীকেই সংসারের অনেক কাজ সামলাতে হয়। প্রধানমন্ত্রী তাই কখনো রান্নাঘরে বাসন মাজেন, কখনো আবর্জনা বাইরে ফেলে দিয়ে আসেন। এর আগে এমন ফার্স্ট লেডি দেখেননি জাপানের মানুষ।
জাপানে নারীদের এগিয়ে চলার পথে সংসারে এমন ‘ফ্লেক্সিবিলিটি' প্রয়োজন বলে মনে করেন আকি আবে। তাঁর স্বামীও সরকারি ও বেসরকারি ক্ষেত্রে নারীদের আরও বেশি করে শামিল করার চেষ্টা চালাচ্ছেন। বুধবারই শিনজো আবে নিজের ১৮ সদস্যের মন্ত্রিসভায় পাঁচজন নারীকে অন্তর্ভুক্ত করলেন। এমন প্রতীকী পদক্ষেপ সত্ত্বেও জাপানে এমনকি অনেক উচ্চশিক্ষিত নারীও কর্মজগতে বেশি এগোতে পারেন না। ফলে উচ্চ পদে তাঁদের অনুপাত অত্যন্ত কম।
সংবাদ সংস্থা এক সাক্ষাতকারে আকি আবে নিজের স্বামীর সম্পর্কে আরও কিছু মন্তব্য করেছেন। তিনি বলেন, শিনজো আবে তাঁকে নানা কাজে উৎসাহ দেন। অরগ্যানিক চাল থেকে শুরু করে সমকামীদের অধিকার বিভিন্ন বিষয়ে সচেতনতা বাড়াতে ফার্স্ট লেডি হিসেবে তিনি সক্রিয় হয়ে উঠেছেন। তাই প্রায়ই সারা দিন বাইরে বাইরে থাকতে হয়। ঘরকন্নার দিকে মনোযোগ দেওয়ার সময় থাকে না। তখন প্রধানমন্ত্রীই ঘরের হাল ধরেন।
তবে আবে পরিবারের সংসারে যে একেবারে সংঘাত হয় না তা নয়, যেমন প্রধানমন্ত্রী ঘরের জিনিসপত্র প্রায়ই এদিক-ওদিক সরিয়ে রাখেন। কিন্তু ফার্স্ট লেডি এমন স্বতঃস্ফূর্ত উদ্যোগ মোটেই পছন্দ করেন না। কারণ তাঁর মতে, সে সব ‘ভুল' জায়গায় রাখা হয়েছে। তখন প্রধানমন্ত্রীকে ধমক খেতে হয়। মাঝে মধ্যে তাঁকে নীচু স্বরে নিজের মনে ক্ষোভ প্রকাশ করতেও দেখেছেন আকি আবে। তবে কখনো নিজের ‘পৌরুষ' দেখিয়ে স্ত্রীকে নির্দেশ দেন না শিনজো আবে। শুধু রাজনৈতিক সিদ্ধান্তের প্রশ্নে স্ত্রীর মতামত শুনলেও নিজের লক্ষ্যেই অটল থাকেন তিনি।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2014
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া