adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

গােলটেবিল বৈঠকে বক্তারা- প্রধানমন্ত্রী চাইলে ত্বকী হত্যার বিচার হতো

image-18948ডেস্ক রিপাের্ট : প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ওসমান পরিবারের পাশে দাঁড়ানোর ঘোষণা দেয়ায় এই পরিবারের অপকর্মের দায়ভারও প্রধানমন্ত্রীর। বলেছেন বিশিষ্ট সাংবাদিক কামাল লোহানী। প্রধানমন্ত্রী চাইলে সব হত্যার দ্রুত বিচার হয় দাবি করে চার বছরেও কেন নারায়ণগঞ্জের আলোচিত ত্বকী হত্যার বিচার হয়নি তা জানতে চেয়েছেন তিনি। বলেন, প্রধানমন্ত্রী চাইলে এই হত্যার বিচার হতো।

২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজিত গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন কামাল লোহানী। ‘ত্বকী হত্যা ও বিচারিক প্রক্রিয়ায় রাষ্ট্রের বৈষম্য’ শীর্ষক এ গোলটেবিল বৈঠকের আয়োজন করে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ।’

২০১৩ সালের ৮ মার্চ নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর খালের পাড় থেকে পুলিশ ত্বকীর মরদেহ উদ্ধার করে। এর দুই দিন আগে পাঠাগারে যাওয়ার পথে তাকে অপহরণ করা হয়।

ত্বকী হত্যার পরপর তার বাবা রাফিউর রাব্বী জামায়াত-শিবিরকে দায়ী করেন। তবে দুদিন পর তিনি এই ঘটনার জন্য নারায়ণগঞ্জের আলোচিত ওসমান পরিবারকে অভিযুক্ত করেন। তার অভিযোগ, তার সঙ্গে দ্বন্দ্বের কারণেই ত্বকীকে খুন করা হয়েছে।

ত্বকীর মরদেহ উদ্ধারের রাতেই নারায়ণগঞ্জ সদর মডেল থানায় অজ্ঞাতদের আসামি করে মামলা করেন তার বাবা। ১৮ মার্চ জেলা পুলিশ সুপারের কাছে এই হত্যার জন্য শামীম ওসমান ও তার ছেলে অয়ন ওসমানসহ আট জনের কাছে নাম উল্লেখ করে একটি আবেদন জমা দেন। ওই বছরের ২৮ মে উচ্চ আদালতের নির্দেশে মামলার তদন্তের ভার দেয়া হয় র‌্যাবকে।

২০১৩ সালের ২৯ জুলাই ইউসুফ হোসেন লিটন নামে একজন নারায়ণগঞ্জ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এতে তিনি ত্বকীকে কখন, কীভাবে, কোথায় কারা এবং কেন হত্যা করেছে তার বর্ণনা দেন।

একই বছরের ১২ নভেম্বর সুলতান শওকত ভ্রমর নামে আরও একজন আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিতে বলেন, শামীম ওসমানের ভাতিজা আজমেরী ওসমানের নির্দেশে তার ‘টর্চারসেলে’ তারই উপস্থিতিতে ত্বকীকে হত্যা করা হয়।

২০১৪ সালের ৫ মার্চ র‌্যাবের সে সময়ের অতিরিক্ত মহাপরিচালক সংবাদ সম্মেলন করে জানান, তারা তদন্ত গুছিয়ে এনেছেন। অচিরেই তা আদালতে জমা দেয়া হবে। তিনি বলেন, ‘আজমেরী ওসমানের নেতৃত্বে ১১ জন ত্বকীকে হত্যা করেছে।’

গোলটেবিল আলোচনায় বলা হয়, ২০১৪ সালের ৩০ মে সংসদ সদস্য নাসিম ওসমান ভারতে মৃত্যুবরণ করলে সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রী ওসমান পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দেন। এরপর থেকেই ত্বকী হত্যার তদন্ত থেমে যায়।

এই হত্যার ঘটনায় নাসিম ওসমানের ছেলে আজমেরী ওসমানের নাম এসেছিল র‌্যাবের তদন্তে। তার একটি আস্তানা থেকে রক্তমাখা একটি প্যান্ট উদ্ধার করেছিল বাহিনীটি। তবে আজমেরীর আর খোঁজ পাওয়া যায়নি।  

গোলটেবিল বৈঠকে বিশিষ্ট সাংবাদিক কামাল লোহানী প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, ‘ওসমান পরিবারের দায়িত্ব আপনি নিয়েছেন। ওসমান পরিবারের যে অপকর্ম করে বেড়াচ্ছে তার দায়িত্বও আপনি নিচ্ছেন।’

প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে প্রবীণ এই সাংবাদিক বলেন, ‘নারায়ণগঞ্জে ৭ খুনের বিচার দ্রুত শেষ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন। কিন্তু ত্বকী তো নিরাপরাধ। তার বিচার করতে আপনার এত কার্পণ্য কেন?’। বিচার করার ইচ্ছা থাকলে প্রধানমন্ত্রী তা করে দেখান বলেও মন্তব্য করেন কামাল লোহানী।

বৈঠকে সুশাসনের জন্য নাগরিকের সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, ‘আজ ত্বকী হত্যাকাণ্ড বিচারহীনতার প্রতীক হয়ে উঠেছে।’ বিচারহীনতার সংস্কৃতি গড়ে উঠলে দেশ অরাজকতার দিকে যাবে মন্তব্য করে তিনি বলেন, ‘আমরা সেই দিকে যেতে চাই না। এ জন্য সকল হত্যার বিচার করতে হবে।’

বদিউল আলম মজুমদার বলেন, ‘আমরা আশা করি সাত খুন মামলার বিচার করে সরকার যেভাবে সফলতা দেখিয়েছে, সেইভাবে ত্বকী হত্যার বিচার করে কলঙ্ক মোচন করবে।

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জমান বলেন, ‘কর্তৃত্ববাদী শাসক বিচার বিভাগকে কতটা আঘাত করে, সেটার ওপর নির্ভর করে বিচার কাজ। সেখানে ত্বকী হত্যার বিচার কতটা পাব সেটাই প্রশ্ন। এ জন্য এই হত্যাকাণ্ডের প্রতিবাদ চালিয়ে যেতে হবে।’ তিনি বলেন, ‘দেশে আজ এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে, যা স্বাধীন গণতান্ত্রিক দেশের জন্য প্রযোজ্য না। ত্বকী হত্যার বিচার পেতে রাজপথে আন্দোলনের বিকল্প নেই।’

বাংলাদেশের কমিউটিস্ট পার্টি-সিপিবির সভাপতি মুজাহেদুল ইসলাম সেলিম বলেন, ‘ত্বকী হত্যার চার বছর হতে চলল। কিন্তু এই হত্যার বিচার হলো না। এখন আরেক হত্যার প্রক্রিয়া চলছে। এবার হত্যাকাণ্ডের বিচার হত্যার জন্য প্রক্রিয়া চলছে।’

সেলিম বলেন, ‘শুধু এই হত্যার অভিযুক্তদের বিচার হলেই চলবে না। যারা এই বিচার কাজ বাধাগ্রস্ত করেছে তাদের বিচার করতে হবে। যদি তা না হয় তবে বামপন্থিরা ক্ষমতায় গিয়ে ত্বকী ও তনু হত্যার বিচার করবে।’

সিপিবি নেতা বলেন, ‘ত্বকী হত্যা এখন অবিচারের প্রতীক হয়ে ওঠেছে, বিচারহীনতার প্রতীক হয়ে ওঠেছে। এই বিচারহীনতা চলতে থাকলে বিদ্রোহ অবশ্যম্ভাবী হয়ে পড়ে।’

ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য বলেন, ‘ত্বকী হত্যার পরে চার বছর আন্দোলন হয়েছে তার অগ্রগতি শূন্য। প্রধানমন্ত্রী আবার সংসদে বলেন ওই পরিবারের সঙ্গে আছেন। ওই পরিবারের পাশে দাড়ানো হবে গণবিরোধী সিদ্ধান্ত। সাত খুনের দ্রুত বিচারের আমরা আশাবাদী হয়েছি। আন্দোলন করে প্রধানমন্ত্রীর অবস্থা পরিবর্তন করতে হবে।’

সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের সভাপতি ও ত্বকীর বাবা রাফিউর রাব্বির সভাপতিত্বে গোলটেবিল আলোচনায় আরও বক্তব্য রাখেন সিপিবির সাবেক সভাপতি মঞ্জুরুল ইসলাম খান, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের সদস্য সচিব হালিম আজাদ প্রমুখ।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2017
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া