adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

চলতি মেয়াদেই সরকারি ব্যাংকে বেসরকারি অংশিদারিত্ব

নিজস্ব প্রতিবেদক : অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছন, চলতি  মেয়াদেই সরকারি ব্যাংকগুলোতে বেসরকারি অংশিদারিত্ব দেয়া হবে। একই সঙ্গে শিগগিরই রাষ্ট্রায়ত্ত চার ব্যাংকের জন্য স্বতন্ত্র বেতন স্কেল  ঘোষণা করা হবে।বৃহস্পতিবার সকাল ১০টায় স্থানীয় একটি হোটেলে জনতা ব্যাংকের বার্ষিক সম্মেলন ২০১৪ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী এ কথা বলেন। জনতা ব্যাংকের চেয়ারম্যান আবুল বারাকাতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান।মুহিত বলেন, রূপালী ব্যাংকে বেসরকারি অংশিদারিত্ব রয়েছে। বাকি তিনটি ব্যাংকে শিগগিরই বেসরকারি অংশিদারিত্ব বাড়ানো হবে। এছাড়া শিগগিরই রাষ্ট্রায়ত্ত ব্যাংকের জন্য স্বতন্ত্র বেতন কাঠামো ঘোষণা করা হবে।অর্থমন্ত্রী বলেন, রাষ্ট্রায়ত্ত ব্যাংকে নিয়োগের ক্ষেত্রে সরকারি বিধিমালা ও নিয়মনীতি মানা হয়। কিন্তু পরিচালিত হচ্ছে সম্পূর্ণ বাণিজ্যিকভাবে। সরকার এতে কোনো খবরদারিত্ব করে না।ব্যাংকগুলো নিরাপত্তা ঝুঁকিতে রয়েছে। অচিরেই নিরাপত্তা আরো বাড়াতে হবে জানান অর্থমন্ত্রী।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া