adv
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

মিতালিদের প্রশংসায় শচীন টেন্ডুলকার

SACHINস্পোর্টস ডেস্ক : এবারে নারী ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয় ভারত বনাম ইংল্যান্ড। ফাইনালে ৯ রানে হেরে যায় ভারত। এক সপ্তাহ হয়ে গেছে ইংল্যান্ড থেকে ফিরেছে ভারতীয় নারী ক্রিকেট দল। কিন্তু সংবর্ধনা আর প্রশংসার বন্যা চলছেই। সেই তালিকায় রয়েছেন নরেন্দ্র মোদি থেকে শচীন সকলেই।
শুধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নন। এবার মোদিকে সমর্থন করেই ভারতীয় নারী ক্রিকেট দলের প্রশংসা শোনা গেল স্বয়ং শচীন টেন্ডুলকারের গলাতেও। ফাইনালে হারের পরও টুইট করে ঝুলন, মিতালিদের পাশে দাঁড়িয়েছিলেন তিনি। এবার 'মন কী বাত' অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কথাকে সমর্থন করে তিনি বলেন, ‘‘প্রধানমন্ত্রীর সঙ্গে আমি একমত। দুরন্ত পারফরম্যান্স করেছে মেয়ে ক্রিকেটাররা। ’’
বিশ্বকাপের ফাইনালে হার নিয়ে চাপে পড়ার কিছু নেই। ভারতের মেয়ে ক্রিকেটারদের এই পরামর্শই দিলেন শচীন টেন্ডুলকার। সোশ্যাল মিডিয়ায় তিনি তার মতামত জানিয়েছেন। 'মন কী বাত' অনুষ্ঠানে মোদি বলেছিলেন, ‘‘তোমরা মাথা থেকে এটা বেড় করে দাও যে তোমরা সফল হতে পারনি। তোমরা জিতছ কী জেতনি, তোমরা দেশের মন জিতে নিয়েছ। ’’ এরপর তাকে সমর্থন করেই টুইট করেন শচীন।
শচীন যে ফাইনাল ম্যাচটি পুরো বসে দেখেছিলেন সেটা তার টুইট দেখলেন বোঝা যায়। মাঠে না থাকলেও টুইটেই মেয়েদের সমর্থন করে গিয়েছিলেন তিনি। কখনও লিখেছেন, ‘ঝুলনের অসাধারণ স্পেল’। কখনও লিখেছেন, ‘দীপ্তির ডাইরেক্ট হিট’। কখনও লিখেছেন, ‘কাম অন ইন্ডিয়া, আমরা মাত্র তিনটি হিট দূরে রয়েছি’। ইন্টারনেট

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া