adv
৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নির্বাচন ছাড়াই ফোরামের দাপটে সাঁতারের নতুন কমিটি

Swimmingক্রীড়া প্রতিবেদক : জেলা ফোরামের দাপটে গণতান্ত্রিক পরিবেশে বাংলাদেশ সাঁতার ফেডারেশনের নির্বাচন আর হচ্ছে না। গণতন্ত্র চলে গেছে জেলা ফোরামে মুঠোয়। যে কারণে নির্বাচনের আটদিন আগেই আজ সোমবার সাঁতার ফেডারেশনের নতুন কমিটি চূড়ান্ত হয়ে গেছে। এই কমিটির সাধারণ সম্পাদক হলেন এমবি সাইফ ওরফে বি মোল্লা। ফেডারেশনের বিগত কমিটিতে তিনি ছিলেন প্রথম যুগ্ম সম্পাদক। গোপালগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা ও ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন বি মোল্লা। বিগত কমিটিতে সাধারণ সম্পাদক সম্পাদক হিসেবে দায়িত্বপালনকারী মো. রফিজউদ্দিন রফিজ নতুন কমিটিতে সহ সভাপতির পদ দেয়া হয়েছে।  
এছাড়া সহ সভাপতি আর নির্বাহী সদস্য যারা মনোনিত হয়েছেন, তাদের চেনা বড় দায়। তারা কেউই সাঁতারে বিখ্যাত কোনো সাতারু কিংবা সংগঠক নন। জেলা ফোরামের আশির্বাদপুষ্ট হয়ে ফেডারেশনের কমিটিতে মনোনিত হয়েছেন।  মোট ৭৪ জন ভোটারের মধ্যে ৩৫ জন মনোনয়নপত্র তুলেছিলেন। ফোরাম তাদের ক্ষমতাবলে সেখান থেকেই ২৪টি পদের জন্য ২৪ মনোনয়পত্র জমা দেয়। অবৈধ ভোটারের ধুয়ো তুলে কিছু ভোটারকে নির্বাহী কমিটিতে রাখা হয়নি।
যার ফলে সাধারণ সম্পাদকসহ সকল পদেই প্রার্থীরা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. সহিদউল্লাহ ও রিটার্নিং অফিসার কবিরুল ইসলাম।
সহ সভাপতি গোলাম মোহাম্মদ আলমগীর, তরফদার রুহুল আমীন, রফিজউদ্দিন রফিজ ও আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক বি মোল্লা, যুগ্ম সম্পাদক সেলিম মিঞা ও আব্দুল হামিদ, কোষাধ্যক্ষ হয়েছেন রেজাউল হোসেন বাদশা।
সদস্য পদে রয়েছেন- আশরাফ তালুকদার, বদিউজ্জামান বুদু, রেজাউল ইসলাম, যতীন্দ্রনাথ বিশ্বাস, নাজিমউদ্দিন জুলিয়াস, মাহমুদা শরীফ, নিবেদিতা দাস, রাবেয়া খাতুন, জহুরা খাতুন, আসলাম মোর্শেদ, বাবু তপন চন্দ, জসিমউদ্দিন খসরু, কুব্বার আহমেদ, পলাশ, খোকন সিরাজুল ইসলাম।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2017
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া