adv
৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

স্লোগানে কাজ হবে না, আন্দোলন করতে রাস্তায় নামতে হবে : মঈন

MOINডেস্ক রিপাের্ট : বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, দেশে আজ গণতন্ত্র নেই, আইনের শাসন নেই, মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। স্লোগান আর কথা বলে কাজ হবে না। গণতন্ত্র উদ্ধারে খালেদা জিয়ার আদর্শে আবারও রাস্তায় নামতে হবে।

শুক্রবার (২৭ জানুয়ারি) দুপুরে টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর-উদ্যানে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল টাঙ্গাইল জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি এ কথা বলেন। 

নেতাকর্মীর উদ্দেশে মঈন খান বলেন, স্লোগান আর কথা বলে কাজ হবে না। রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে অধিকার আদায়ে নেতাকর্মীদের রাস্তায় নেমে আন্দোলন করতে হবে।

বাংলাদেশ জাতিয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস বলেন, বেগম খালেদা জিয়া গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য যে নেতৃত্ব দিচ্ছেন সে নেতৃত্বকে শক্তিশালী করতে মহিলা দল কাজ করছে। মহিলা দল দেশ ও জনগণের অধিকার আদায়ে সংগ্রাম করতে প্রস্তুত।

সম্মেলনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক শামছুল আলম তোফা বলেন, জাতির অত্যন্ত দুঃসময়ে টাঙ্গাইল জেলা বিএনপির মহিলা দলের এই সম্মেলন অনুষ্ঠিত হলো। এই সম্মেলনের মাধ্যমে নতুন কমিটির সদস্যরা বেগম খালেদা জিয়ার নেতৃত্বে জেলা বিএনপিকে আরও গতিশীল করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি নিলুফা ইয়াসমিন খানের সভাপতিত্বে সম্মেলনে আরও উপস্থিত ছিলেন,  বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল (অবঃ) মাহমুদুল হাসান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা লুৎফর রহমান আজাদ, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফকির মাহবুব আনাম স্বপন, জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহম্মেদ, মহিলা দলের যুগ্ম-সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান, নুরজাহান ইয়াসমিন ও সাবেক এমপি শাম্মি আক্তার প্রমুখ।
 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2017
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া