adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাহরাইনে পুলিশ হত্যায় ৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর

image-16477আন্তর্জাতিক ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতের(ইউএই) এক পুলিশ কর্মকর্তাসহ তিন পুলিশ কর্মকর্তাকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত শিয়া সম্প্রদায়ের তিন ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে বাহরাইন কর্তৃপক্ষ। খবর আল জাজিরার।

বাহরাইনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বিএনএ কর্তৃপক্ষ জানায়, রবিবার ফায়ারিং স্কোয়াডে নিয়ে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

এক সপ্তাহ আগে আদালত তাদের মৃত্যুদণ্ডের রায় দেয়।  ২০১৪ সালের মার্চে এক বোমা হামলায় ঐ তিন পুলিশ কর্মকর্তা নিহত হন। ঐ তিন ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হবে এমন খবর ছড়িয়ে পড়লে গতকাল শনিবার শিয়া অধ্যুষিত গ্রামের লোকজন বিক্ষোভ শুরু করে।   

লন্ডনভিত্তিক মানবাধিকার সংস্থা রিপ্রাইভ জানায়, উপসাগরীয় এই দেশটিতে গত ছয় বছরের মধ্যে এই প্রথম মৃত্যুদণ্ড কার্যকর করা হলো। গতকাল শনিবার তারা মৃত্যুদণ্ড পদক্ষেপের বিরোধীতা করে কতৃপক্ষ সতর্কবার্তা দিয়েছিল।  

প্রত্যক্ষদর্শীরা জানায়, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের পরিবারের সদস্যদের কারাগারে দেখা করার জন্য গতকাল ডাকা হয়। এরপরই প্রচুর সংখ্যক নারী-পুরুষ মৃত্যুদণ্ড কার্যকর বন্ধ করতে রাস্তায় নেমে আসে।  

গত সোমবার বাহরাইনের হাইকোর্ট এক রায়ে তিন পুলিশ কর্মকর্তা হত্যায় অভিযুক্ত আসামিদের মৃত্যুদণ্ড বহাল রাখে।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2017
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া