adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মুশফিক থাকলে বাংলাদেশকে বাজভাবে সিরিজ হারতো হতাে না: টেইলর

TAILORস্পাের্টস ডেস্ক : ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি সিরিজে মুশফিকুর রহিম থাকলে বাংলাদেশ ওভাবে হারতে না বলে মনে করেন রস টেইলর।

টেইলরও ওই সিরিজ দুটিতে ছিলেন না। টেস্টে ফিরেছেন। তৃতীয় দিনের খেলা শেষ বলছেন, ‘ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজে ফল যেমনটা দেখা যায় তার চেয়ে কাছাকাছি ছিল বিষয়টা। তারা মুশফিককে ওখানে পায়নি। সে মিডল অর্ডারে তার ক্লাস দেখিয়েছে।’

‘ওদের দলটা ওর ওপর খুব নির্ভর করে। ওই ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজে ওরকম পরিস্থিতিতে সে যদি ব্যাট করতো তাহলে গল্পটা ভিন্ন হতে পারতো।’ মত টেইলরের।

মুশফিক প্রথম টেস্টে মাঠে নেমে ১৫৯ রান করেন। ডাবল সেঞ্চুরিয়ান সাকিব আল হাসানের সাথে রেকর্ড ৩৫৯ রানের জুটি গড়েছেন। তাদরে ওপর ভর করে ৮ উইকেটে ৫৯৫ রানে প্রথম ইনিংস ঘোষণা করে টাইগাররা। তৃতীয় দিন শেষে ফলোঅন এড়াতেও ১০৪ রান দরকার স্বাগতিকদের। হাতে ৭ উইকেট।

টেইলর শুধু মুশফিকেরই নয়। সাকিব এবং মিরাজেরও প্রশংসা করেন, ‘সাকিব অনেক দিন ধরেই বিশ্বমানের একজন। ওই তরুণ স্পিনার (মেহেদী হাসান মিরাজ) ভালো করেছে। বল হাতে ও আজ (শনিবার) ওপেন করবে আশা করিনি।’ টেলর বলে গেলেন, ‘এখানে বল করা সহজ কাজ না। বেশির ভাগ বোলারের চেয়ে ওর রানরেট ভালো। বাংলাদেশের ক্রিকেটে সবকিছু ভালোই ঘটছে। তাদের ফাস্ট বোলাররা নিশ্চয়ই এই কন্ডিশনে বল করাটা উপভোগ করেছে। দেশের বাইরে যতো বেশি খেলবে ততো বেশি ভালো করবে ওরা।’

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2017
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া