adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

টেস্ট খেলুড়ে হতে পারেনি বাংলাদেশ

mushfikনিজস্ব প্রতিবেদক : খুলনা টেস্ট শুরুর আগের দিন টাইগার দলপতি মুশফিকুর রহিম বলেছিলেন, আমাদের যে মানের ব্যাটিং লাইনআপ তাতে   ৬০০ রানের উপরে স্কোর করার ক্ষমতা আছে। ধরে নেয়া যাক দলনায়ক কথার যুদ্ধে এগিয়ে থাকার কৌশল হিসেবেই এমন কথা বলেছেন। টেস্টের প্রথম দিন উইকেট আগলে রেখে খেললেও দ্বিতীয় দিন যেনো সবই গড়লভেল। এর অর্থ দাঁড়ালো বাংলাদেশ যে এখনো টেস্ট খেলুড়ে দেশ হয়ে উঠতে পারেনি এর বাস্তব উদহারণ বলা যেতে পারে দ্বিতীয় দিনকে।
অপর দিকে সফররত পাকিস্তানের বোলিং আক্রমণ খুব যে ধারালো এমনটা নয়। হয়তো সেই কারণেই ব্যাটিংয়ে এগিয়ে থাকতে খুলনা টেস্টে টিম ম্যানেজম্যান্ট দলে ৮ জন ব্যাটসম্যান নিয়েছিল। টার্গেট নিশ্চই বড় ছিল। মাঠে নামার পর টার্গেটটা মাথায় থাকলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সেই পরিকল্পনাটা ভুলে গিয়েছিল বাংলাদেশের ব্যাটসম্যানরা। প্রথম দিনে যাই ঘটুক, দ্বিতীয় দিন সৌম্য-মুশফিক-সাকিবরা যেভাবে আউট হয়েছেন তা রীতিমতো অন্যায়।
প্রথম দিন স্বাগতিকরা টেস্ট মেজাজে ব্যাটিং করলেও দ্বিতীয় দিনের শুরুতে বাংলাদেশ যেন বদলে গেছে। ওয়ানডে আর টি-২০ ম্যাচে পাকিস্তানকে গুড়িয়ে দিলেও লংগার ভার্সনে এসে আগের বাংলাদেশই যেন দেখেছেন ক্রিকেটপ্রেমীরা।
এই টেস্টে ওপেনিংয়ে তামিমের সঙ্গী হয়েছেন ইমরুল। সেখানে তাদের ব্যর্থ বলা যাবে না কোনভাবেই! পাকিস্তানের বিপক্ষে এর আগে বাংলাদেশের ওপেনিং জুটিতে সর্বোচ্চ রান ছিল ৩৮। মঙ্গলবার তামিম-ইমরুল মিলে ওটাকে ছাড়িয়ে গিয়েছিলেন। একেবারে কম নয় ৫১ রানের সেই জুটি। তামিম ইয়াসির শাহর বলে আজহার আলীকে ক্যাচ দিয়ে তালুবন্দী হয়েছেন। তখনও অবশ্য ক্রিজে ছিলেন ইমরুল। বেশ কয়েকবার জীবন পেয়ে শেষ অবদি ৫১ রানের ইনিংস খেলেছেন। রিয়াদ-মুমিনুলের টেস্ট মেজাজে ব্যাটিংয়ে দারুণ সম্ভাবনা জেগেছিল। কিন্ত আসলেই কি বদলেছে বাংলাদেশ। বুধবার চা বিরতিতে যাওয়ার আগেই ফের প্রমাণিত হয়েছে, টেস্টে আসলেই বদলে যেতে পারেনি মুশফিক-সাকিব-মুমিনুলরা।
মঙ্গলবার ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বলেছেন, মুমনিুল বলেছেন, শেষ বিকালে আমার মনসংযোগের ব্যত্যয় ঘটেছে। অনেকক্ষণ ব্যাটিং করলে মাঝে মধ্যে কিছুটা মনোযোগ বিঘিœত হয়। আমারও তাই হয়েছে। হয়তো এই কারণেই আউট হয়েছি। হতে পারে মুমিনুল ৮০ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন। যা না হলে বাংলাদেশের রান ৩০০ রানের গণ্ডি পেরুনো নিয়ে সংশয় ছিল। তারপরও দিনের শেষ বলে এভাবে মনোযোগ হারিয়ে দলকে বিপদে ফেলা মুমিনুলকে কাঠগোড়ায় দাঁড় করাতেই হবে। তবে সব কিছুই মেনে নেওয়া যেতো, যদি না গতকাল বুধবার দ্বিতীয় দিনে শেষ আবু নাসের স্টেডিয়ামে উইকেট বিলানোর মহাউৎসব না হতো।
সাকিবের মতো বিশ্বাসেরা টেস্ট অলরাউন্ডারে এভাবে ফিরে আসায় হতবাক হয়েছে ক্রিকেট সংশ্লিষ্ঠ সবাই। ২৫ রানের মাথায় ডাউন দ্য উইকেটে এসে জুলফিকার বাবরকে মারতে গিয়ে লেগ স্লিপে ক্যাচ দিয়েছেন। দ্বিতীয় দিনের শুরুতেই তখন বুঝা যাচ্ছিল বাংলাদেশের স্কোর কোথায় গিয়ে ঠেকছে। সাকিব যখন আউট হন তখন রান ২৪৩/৫। সেখানে থেকে ৮৯ রান সংগ্রহ করতেই উড়ে গিয়েছে ৫ উইকেট। বাকি ব্যাটসম্যানরা একটু সেট হওয়ার পর বিরতি দিয়ে আসা যাওয়ার মিছিলে যোগ দিয়েছিলেন। মুশফিকতো কিছুই বুঝলেন না, ইয়াসির শাহর বল কাট করতে গিয়ে পাকিস্তান দলের অধিনায়ক মিসবাহ-উল-হকের তালুবন্দী হয়েছেন তিনি। সৌম্য সরকারও মুশফিককে অনুসরণ করলেন। অথচ অভিষেকেই আলো ছড়ানোর সম্ভাবনা তৈরি হয়েছিল, সেখানটায় তিনি নিজেই তা মাটি চাপা দিয়েছেন। বাকিদের পরিচয় তো বোলার। তারাও প্রমাণ সেটা প্রমাণ করেছেন আসা যাওয়ার মিছিলে অংশ নিয়ে। 
এমন ব্যাটিং লাইনআপ নিয়ে ৩৩২ রানেই যদি শেষ হয় বাংলাদেশের ইনিংস। তাতে করে শঙ্কা জাগাটা খুব স্বাভাবিক। কারণ বাংলাদেশের বোলিং লাইন আপে নেই কোন বৈচিত্র্য। দুই পেসার। এক রুবেল। অন্যজন অভিসিক্ত শহীদ। তাদের বোলিং তথইবচ। তবে পাকিস্তানের লেগ স্পিনার ইয়াসির শাহ ৩ উইকেট নিয়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ ধসিয়ে দিতে খুবই কার্যকরী ভূমিকা পালন করেছেন। পাকিস্তান যেভাবে ব্যাটিং করছে, তাতে কিন্তু বিপদ দেখছে বাংলাদেশ। কারণ দ্বিতীয় দিন শেষে তাদের স্কোর ১ উইকেট হারিয়ে ২২৭ রান।
মুমিনুলের কথা চিন্তা করলে অবশ্য ভয় পাওয়ার কোন কারণ নেই! কেননা মুমনিুল মঙ্গলবার প্রথম দিনের খেলা শেষে বলেছিলেন ‘৩০০ রান হলেই যথেষ্ট।’ সেই লক্ষ্যতো এরই মধ্যে অর্জন করে ফেলেছেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। এখন শুধু অপেক্ষা কত রানে পাকিস্তান অলআউট হয়। কিন্তু মুমিনুলের সেই কথার কোন প্রতিফলন দেখা যায়নি।
 

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া