adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সাকিব-মুশফিকের রেকর্ড জুটিতে উজ্জ্বল বাংলাদেশ

Sakib-Mushiক্রীড়া প্রতিবেদক : নিল ওয়াগনারের বল স্কয়ার লেগে পাঠিয়ে একটি রান। সাকিব আল হাসান অন্য প্রান্তে ছুটছেন, মুশফিকুর রহিম তখনই জানাতে শুরু করেছেন অভিনন্দন। রানটা পূর্ণ হওয়ার পরও একটু সময় নিলেন সাকিব। হয়ত একটু দম নিলেন, স্বস্তির একটু নিশ্বাস। এরপর প্রসারিত দু হাতে উঁচিয়ে ধরলেন ব্যাট ও হেলমেট।
খানিক পর আরেকটি উদযাপনর গল্প। টিম সাউদির বল মুশফিকের ব্যাট ছুঁয়ে ছুটে গেল গালি দিয়ে। বাউন্ডারিতে যাওয়ার অপেক্ষা করেননি মুশফিক, ব্যাট উঁচিয়ে উচ্ছাসটা বুঝিয়ে দেন সঙ্গে সঙ্গেই।

দুজনেরই চতুর্থ টেস্ট সেঞ্চুরি। ব্যক্তিগত সেঞ্চুরির অনেক আগেই হয়ে গেছে জুটির রেকর্ড। নিউ জিল্যান্ডের মাটিতে যে কোনো জুটিতে বাংলাদেশের আগের সর্বোচ্চ ছিল তামিম ইকবাল ও জুনায়েদ সিদ্দিকের ১৬১। মুশফিকের সেঞ্চুরির সময় এই জুটির রান ছিল ২১৫। জুটির দুইশ’ হয়েছে মাত্র ২৯৬ বলে!

সেঞ্চুরিটা খুব করে দরকার ছিল মুশফিক ও সাকিবের। রঙিন পোশাকের সিরিজটি দুজনেরই কেটেছে হতাশায়। শুরুটা খারাপ ছিল না। প্রথম ওয়ানডেতে সাকিব করেছিলেন ৫৯, মুশফিক ৪২। কিন্তু দলের প্রয়োজনের সময়ই আউট হয়ে ফিরেছিলেন। মুশফিক ক্রিজ ছেড়েছিলে হ্যামস্ট্রিংয়ের টানে। ব্যাট হাতে বাকি ম্যাচগুলোয় সাকিব ছিলেন বিবর্ণ। চোট নিয়ে মুশফিক ছিলেন দর্শক।

সাদা পোশাকে হাসল দুজনেরই ব্যাট। সাকিব উইকেটে গিয়েছিলেন প্রথম দিন শেষ বিকেলে। ৪ রানে বেঁচে যান মিচেল স্যান্টনারকে ক্যাচ দিয়েও। আগের দিনের অপরাজিত মুমিনুল হক দ্বিতীয় দিন সকালে দ্রুতই ফিরে গেলে উইকেটে আসেন মুশফিক। শুরুর ধাক্কা বাংলাদেশ সামাল দেয় এই দুজনের ব্যাটে।

টেস্টে সবশেষ ৮ ইনিংসে কোনো অর্ধশতক ছিল না সাকিবের। ছোট্ট সেই খরা ঘোচালেন অর্ধশতক ছাড়িয়ে আরও অনেক এগিয়ে। ১৫০ বলে ছুঁয়েছেন সেঞ্চুরি।

মুশফিকের সবশেষ সেঞ্চুরি ছিল ২০১৪ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে। সেন্ট ভিনসেন্টে ১১৬ রানের ইনিংসটির পর ১৯ ইনিংসে ছিল মাত্র দুটি অর্ধশতক।

দুজনের জুটি দেশের বাইরে বাংলাদেশের মাত্র দ্বিতীয় দুইশ’ রানের জুটি। আগেরটিও ছিল পঞ্চম উইকেটে, সেটিতেও ছিলেন মুশফিক। ২০১৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে গলে মোহাম্মদ আশরাফুলের সঙ্গে গড়েছিলেন ২৬৭ রানের জুটি।

সেঞ্চুরির পথে সাকিব ছুঁয়েছেন ৩ হাজার টেস্ট রান। এই মাইলফরক থেকে খুব বেশি দূরে নন মুশফিকও। তবে আপাতত লক্ষ্য দলের ইনিংস যতটা পারা যায় বড় করা।

নিউ জিল্যান্ডের মাটিতে বাংলাদেশের আগের সর্বোচ্চ ৪০৮ রান ছাড়িয়েছে অনায়াসেই। তবে বেসিন রিজার্ভের উইকেট এখন অনেকটাই ব্যাটিং বান্ধব। স্বাগতিক চাপে ফেলতে চাই তাই আরও রান, যত বেশি সম্ভব!

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2017
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া