adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

চার নিহত পুলিশ পরিবারকে প্রধানমন্ত্রীর ৫০ লাখ টাকার অনুদান

image-13921নিজস্ব প্রতিবেদক : রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারি এবং কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দানে জঙ্গি হামলায় নিহত চার পুলিশ পরিবারের সদস্যদের আর্থিক অনুদানের চেক তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৮ ডিসেম্বর বুধবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পরিবারের সদস্যদের হাতে চেক তুলে দেন তিনি।

নিহত চার পুলিশ পরিবারের নয় সদস্যকে সর্বমোট ৫০ লাখ টাকার অনুদান দেয়া হয়। অনুদান প্রদানকালে প্রধানমন্ত্রী নিহত পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় পরিবারের সদস্যদের অনেকে আবেগাপ্লুত হয়ে পড়েন। প্রধানমন্ত্রী তাদের সান্তনা দেন।

গত ১ জুলাই রাতে গুলশানের হলি আর্টিজানে জিম্মিদের উদ্ধারে যাওয়া পুলিশের সিনিয়র সহকারী কমিশনার রবিউল করিম ও ইন্সপেক্টর সালাউদ্দিন খান গুরুতর আহত হন। ওই রাতেই গুলশান ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।

গত ৭ জুলাই সকালে কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদ-উল-ফিতরের জামাতে হামলার চেষ্টা ঠেকাতে গিয়ে মারা যান কনস্টেবল আনছারুল হক ও জহিরুল ইসলাম।

রবিউল করিমের বাড়ি মানিকগঞ্জের সদর থানায়। ইন্সপেক্টর সালাউদ্দিন খানের বাড়ি গোপালগঞ্জের সদরে। কনস্টেবল আনছারুল হকের বাড়ি নেত্রকোনা জেলার মদন থানায়। জহিরুল হকের বাড়ি ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানায়।

পুলিশের এই চার সদস্যকে এক আগে ঢাকা মহানগর পুলিশ এবং পুলিশ সদরদপ্তরের পক্ষ থেকে আর্থিক সহায়তা করা হয়েছে। পুলিশ কর্মকর্তা রবিউলের স্ত্রীকে  চাকরি দেয়ার আশ্বাসও দিয়েছে বাহিনীটি।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে চেক প্রদানকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর রাজনৈতিক বিষয়ক উপদেষ্টা এইচটি ইমাম, প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব সুরাইয়া বেগম, স্বরাষ্ট্র সচিব কামাল উদ্দিন আহমেদ, পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2016
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া