adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দিশেহারা বাংলাদেশ- তামিমও ফিরে গেলেন

tamimক্রীড়া প্রতিবেদক : দলকে বিপদে রেখে ফিরে গেলেন ভালো শুরু করা বাঁহাতি ওপেনার তামিম ইকবাল। জেমস নেসামের করা ইনিংসের ১৮তম ওভারের শেষ বলে আউট হওয়ার আগে ৫৯ বলে ৩৮ রান করেন তামিম। 

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ২২ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ৯২ রান। সাকিব আল হাসান ১৬ ও মুশফিকুর রহিম ৪ রানে ব্যাট করছেন।

প্রস্তুতি ম্যাচে রানে ফেরার ইঙ্গিত দেয়া বাঁহাতি ওপেনার সৌম্য সরকার আবারও ব্যর্থ হয়েছেন। ব্যক্তিগত ১ রান করে জেমস নেসামের বলে কেন উইলিয়ামসনের হাতে ক্যাচ দিয়ে ফিরে গেছেন সৌম্য সরকার। একই ওভারের পঞ্চম বলে কোনো রান না করেই ফিরে গেছেন মাহমুদউল্লাহ রিয়াদ।

নিউজল্যান্ডের দেয়া ৩৪২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দলীয় ৩৪ রানের মাথায় আউট হন ইমরুল কায়েস। টিম সাউদির বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরার আগে ২১ বলে ১৬ রান করেন ইমরুল।

এর আগে প্রথমে ব্যাট করে বাংলাদেশকে ৩৪২ রানের টার্গেট দেয় নিউজিল্যান্ড। নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩৪১ রানের বিশাল সংগ্রহ করে স্বাগতিকরা।

সোমবার (২৬ ডিসেম্বর) বাংলাদেশ সময় ভোর ৪টায় নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে প্রথম ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড অধিয়নায়ক কেন উইলিয়ামসন।

ম্যাচের শুরুতেই উইকেট শিকার করেন দীর্ঘ দিন পর মাঠে ফিরে মোস্তাফিজুর রহমান। নিজের ৩য় ওভারে প্রথমে মার্টিন গাপটিলকে ১৫ রানে ফেরান কাটার মাস্টার। নিউজিল্যান্ডের দলীয় রান তখন ৫.২ ওভারে ৩১ রান। এর পর নিউজিল্যান্ডের দলীয় ৭৯ রানে কেইন উইলিয়ামসনকে ফেরান তাসকিন আহমেদ। ৩৫ বলে ৩১ রান করেন উইলিয়ামসন। নিউজিল্যান্ডের স্কোর বোর্ডে যখন ২৪.৩ ওভার শেষে ২ উইকেটে ১৩৪ রান। তখন আঘাত হানেন সাকিব। নিজের ৪র্থ ওভারে নেইল ব্রুমকে ফেরান সাকিব। ৩০ বলে ২২ রান করেন ব্রুম। এর আগে নিজের ৬ষ্ঠ ওভারেই ২য় আঘাত হানেন সাকিব। এবার শিকার জেমস নিশাম।

নিশামের বিদায়ের পর টাইগারদের রুখে দাঁড়ায় টম লাথাম ও কলিন মুনরো। পঞ্চম উইকেটে ১৫৮ রানের বিশাল জুটি গড়েন তারা। দুর্দান্ত এক শতক হাঁকান ওপেনার টম ল্যাথাম। দলীয় ৩১৬ রানে সাকিবের ৩য় শিকার হয়ে বিদায় নেয় মুনরো। ৮৩ বলে ৮৭ রান করেন তিনি। এরপরই বিদায় নেয় টম লাথাম। মুস্তাফিজের ২য় শিকারে থাকে লাথামের ১৩৭ রানের ইনিংস। দলীয় ৩২৭ রানে লুক রনকি বিদায় নিলে জুটি বাধেন মিচেল সান্টনার ও টিম সাউদি। শেষ পর্যন্ত স্বাগতিকদের স্কোর দাঁড়ায় ৩৪১ রানে।

বাংলাদেশের  হয়ে সাকিব আল হাসান সর্বোচ্চ ৩টি উইকেট নেন। এছাড়া মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ ২টি করে উইকেট নেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2016
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া