adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আইপিএলে দুর্বল দল রাজস্থান রয়্যালসের জোফরা আর্চার হলেন টুর্নামেন্ট সেরা

স্পোর্টস ডেস্ক : মুম্বাই ইন্ডিয়ান্সের শিরোপা জয়ের মধ্য দিয়ে পর্দা নামল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৩তম আসরের। মঙ্গলবার দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে টানা দ্বিতীয় ও সবমিলে রেকর্ড পঞ্চমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব দেখায় মুম্বাই। এই আসরে টুর্নামেন্ট সেরা নির্বাচিত হয়েছেন ইংলিশ পেসার জোফরা আর্চার।

মজার ব্যাপার, আর্চারের দল রাজস্থান রয়্যালসই এবারের আসরে সবচেয়ে ব্যর্থ দল। কারণ পয়েন্ট টেবিলে সবার নিচে থেকে আসর শেষ করেছে দলটি।

তবে এবারের আইপিএল ছিল দারুণ প্রতিদ্বন্দ্বিতার। নিজেদের শেষ ম্যাচ পর্যন্ত প্লে-অফের দৌঁড়ে ছিল একাধিক দল। আর্চারের টুর্নামেন্ট সেরা হওয়াটাও তাই খুব বেশি অবাক করার নয়।

ব্যাট হাতে ১১৩ রান ও বল হাতে ২০ উইকেট নিয়ে সেরা খেলোয়াড় হয়েছেন ২৫ বছর বয়সী আর্চার। ইর্মাজিং প্লেয়ারের পুরস্কার পেয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দেবদূত পাডিক্কাল। ১৫ ম্যাচে ৩১.৫৩ গড়ে ৪৭৩ রান সংগ্রহ করেছেন পাডিক্কাল।

এক নজরে আইপিএল ২০২০-এর পুরস্কার তালিকা:
চ্যাম্পিয়ন: মুম্বাই ইন্ডিয়ান্স
রানার্সআপ: দিল্লি ক্যাপিটালস
সর্বোচ্চ রান সংগ্রহকারী (অরেঞ্জ ক্যাপ): লোকেশ রাহুল (৬৭০ রান)
সর্বাধিক উইকেট সংগ্রহকারী (পার্পল ক্যাপ): কাগিজো রাবাদা (৩০ উইকেট)
ফেয়ার প্লে অ্যাওয়ার্ড: মুম্বাই ইন্ডিয়ান্স
গেমচেঞ্জার: লোকেশ রাহুল
সুপার-স্ট্রাইকার: কিয়েরন পোলার্ড
সবচেয়ে বেশি ছক্কা: ইশান কিষান (৩০টি)
পাওয়ারপ্লেয়ার: ট্রেন্ট বোল্ট
ইমার্জিং প্লেয়ার: দেবদূত পাডিক্কাল (৪৭৩ রান)
ফাইনালের সেরা খেলোয়াড়:– ট্রেন্ট বোল্ট (৩০ রানে ৪ উইকেট)
মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার: জোফরা আর্চার (২০ উইকেট ও ১১৩ রান)। – ক্রিকইনফো/ ক্রিকবাজ

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2020
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া