adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

উগান্ডায় ধরা পড়লো এক টন ওজনের মানুষখেকো কুমির

Locals from of the Kakira village, in eastern Uganda, gather to look at the enormous man-eating crocodile believed to have killed six people

আন্তর্জাতিক ডেস্ক : আফ্রিকার পূর্বাঞ্চলীয় দেশ উগান্ডায় ধরা পড়লো এক টন ওজনের একটি মানুষখেকো কুমির। ১৮ ফুট লম্বা কুমিরটির বয়স ধারণা করা হচ্ছে ৮০ বছর। বেশ কয়েকদিন স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে সম্প্রতি উগান্ডার লেক ভিক্টোরিয়ার সমুদ্রতীরে জেলেদের জালে ধরা পড়ে এটি। জানা যায়, কয়েকদিন ধরে লেক ভিক্টোরিয়ার এলাকায় বেশ কয়েকজনের খোঁজ মিলছিল না। নিখোঁজরা প্রত্যেকেই ফলে স্থানীয় বাসিন্দারা খবর পাঠান বন কর্মীদের কাছে। তাদের আশঙ্কা, কুমিরের পেটেই গিয়েছে সম্ভবত নিখোঁজরা। এরমধ্যে নিখোঁজ হওয়ার সাম্প্রতিক ঘটনাটি ঘটে জলাসয়ের ধারে। সেখানে গোসল করার সময় নিখোঁজ হয় বসকো নায়ানসি নামে এক ব্যক্তি। পরেরদিন তার রক্তমাখা কাপড় জলে ভেসে ওঠে। ফলে শুরু হয় কুমীরের খোঁজ। চারদিনের অভিযানে অবশেষে মেলে সাফল্য। অবশেষে কাকিরা গ্রামের নদী থেকে জালে ধরা পড়ে বিশালাকার কুমিরটি। মানুষের রক্তের স্বাদ পাওয়া কুমিরটি এর আগেও বেশ কয়েকজনকে খেয়েছে বলে এখন ধারণা করছে সবাই। কুমিরটিকে বর্তমানে উগান্ডার মুরচিসন ফলস জাতীয় উদ্যানে নিয়ে যাওয়া হয়েছে।
 

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া