adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মির্জা ফকরুল বললেন- গণতন্ত্র আজ অবরুদ্ধ

fakনিজস্ব প্রতিবেদক : স্বাধীনতার ৪৬ বছর প‌রও আজ দে‌শের গণতন্ত্র অবরুদ্ধ রয়েছে ব‌লে মন্তব্য ক‌রে‌ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ১৪ ডিসেম্বর বুধবার সকালে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মিরপুরস্থ শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌ‌ধে শ্রদ্ধা জানাতে এসে তিনি এসব কথা বলেন।
 
‌মির্জা ফখরুল ব‌লেন, ‘আমা‌দের দুর্ভাগ্য যে স্বপ্ন নি‌য়ে দেশ স্বাধীন হ‌য়ে‌ছিল সে স্বপ্ন আজও পূরণ হয়‌নি। স্বাধীনতার ৪৬ বছর পরও আজ গণতন্ত্র অবরুদ্ধ রয়েছে।’
 
তি‌নি ব‌লেন, ‘স্বাধীনতা ও গণত‌ন্ত্রের মূ‌ল্যবোধ আমরা হা‌রি‌য়ে ফেলেছি। প্রত্যেককে গণত‌ন্ত্রের চর্চা কর‌তে হ‌বে। একই স‌ঙ্গে মুক্ত চিন্তারও চর্চা কর‌তে হ‌বে। তাহ‌লেই আমা‌দের স্বাধীনতা ও গণ‌ত‌ন্ত্র রক্ষা করা সম্ভব হবে।’

বিএন‌পির এই নেতা ব‌লেন, ‘৭১সা‌লে মহান স্বাধীনতা যু‌দ্ধের সময় যারা সরাস‌রি বি‌রোধীতা ক‌রে‌ছে তা‌দের বিচার হওয়া উচিত। বিএন‌পি সব সম‌য়ে স্বাধীনতা বি‌রোধী‌দের বিচার চায়। ত‌বে সেটা যেন রাজ‌নৈতিক উদ্দেশ্যে না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে।’
 
এসময় বিএনপির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2016
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া