adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরে সরকারের প্রতি ফখরুলের আহ্বান

img_20161126_160929ডেস্ক রিপাের্ট : সরকারকে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, ‘জনগণের মনের ভাষা বঝুন। আসুন অভিলম্বে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া প্রস্তাবনা নিয়ে আলোচনায় পথ বের করি। শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের পথ তৈরি করি। সময় শেষ হয়ে যাওয়ার আগেই আলোচনা করি।’

শনিবার (২৬ নভেম্বর) অনুষ্ঠিত জামালপুর জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এসব কথা বলেন। জেলার সিংহজানী বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলনের আয়োজন করা হয়।

এসময় দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, ‘আপনার নির্বাচনের প্রস্তুতি নিন। দেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে। সেই নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার ক্ষমতায় যাবে।’

তিনি বলেন, ‘আমরা আজ ধ্বংসের শেষ প্রান্তে। এই অবস্থা থেকে জাতীয় পরিত্রাণ যায়। আজ বিএনপির ওপরই সরকারের রাগ বেশি। কারণ বিএনপির একটি আলাদা সত্বা ধারণ করে। বিএনপির জাতীয়তাবাদে বিশ্বাস করে। এটা মানুষের হ্রদয়ের দল। এ দলকে কোনোভাবেই ধ্বংস করা যাবে না। সেই রূপকথার ফিনিক্স পাখির ন্যায় ধ্বংস স্তুপ থেকে জেগে উঠা দল হলে বিএনপি। বিএনপির নাম সরকার মুছে ফেলতে চায় এমন অভিযোগ করেন মির্জা ফখরুল।’

নিহত কিউবার প্রেসিডেন্ট ফিদেল কাষ্টকে জিয়াউর রহমানের ঘনিষ্টসহচর আখ্যা দিয়ে তিনি বলেন, ‘ফিদেল কাষ্টে সারা জীবন অন্যায় এবং স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম করেছেন। তাকে শাস্তি দেওয়া হয়েছিল কিন্তু জনগণের মন থেকে তাকে মুছে ফেলা সম্ভর হয়নি। তেমনি বিমান বন্দর, পদক , রাস্তা থেকে জিয়াউর রহমানের নাম মুছে ফেললও জনগণের মন থেকে মুছা যাবে না।’

বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, ‘এখন পরীক্ষার সময়। শুধু নিজেদেরকে নয়, সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে। এই দানব সরকারকে সরাতে হবে। না হলে জাতি ধ্বংস হয়ে যাবে। একটি নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই এই দানব সরকারকে আমরা সরাবো। আগামী নির্বাচনে ভোটাধিকার হরণ করতে দিবো না।’

জঙ্গিবাদ প্রসঙ্গে তিনি বলেন, ‘অনেকেই বলে, বর্তমানের বিএনপির দুঃসময়। কিন্তু না। এখন শুধু বিএনপির নয়, বাংলাদেশের দুঃসময়। মুক্তিযোদ্ধের চেতনা ধ্বংস হতে চলেছে।’

দেশের নিরাপত্তা নিয়ে শংঙ্কা প্রকাশ করে বিএনপির মহাসচিব বলেন, ‘দেশে এখন কোনো শান্তি নাই। আমরা কী এই বাংলাদেশে চেয়ে ছিলাম? মিডিয়ার স্বাধীনতা নেই। আওয়ামী লীগ একনায়কত্বে বিশ্বাস করে। তাদের রক্তে অস্থি মর্জায় কর্তৃত্ববাদ মিশে আছে।’

বিগত আন্দোলন জামালপুলের সরিষাবারিতে চার প্রাণ দিয়েছিলেন তাদের কথা স্বরণ করেন। বিএনপির প্রয়াত মহাসচিব ব্যারিস্টার আবদুস সালাম তালুকদারে কথাও স্বরণ করেন। এছাড়া জামালপুরের বিশিষ্ট ব্যক্তিদের কথা স্বরণ করেন তিনি।

জেলা বিএনপির সভাপতি শরিফুল আলম তালুকদার শামীমের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য দেন- বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, চেয়ারপারসনের উপদেষ্টা এম এ কাইয়ুম, যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সহ-সাংগঠনিক সম্পাদক শরিফুল আলম, সহ-জলবায়ু বিষয়ক সম্পাদক মোস্তাফিজুল রহমান বাবুল, সহ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক বদরুদ্দোজা বাদল, নির্বাহী সদস্য সিরাজুল ইসলাম খান, এম রশিদুজ্জামান মিল্লাত, সুলতান মাহমুদ বাবু, জেলার সাংগঠনিক সম্পাদক শহিদুল হক দুলাল প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ মো. ওয়ারেছ আলী মামুন। সম্মেলণ শুরু শনিবার সকাল ১০টায় শুরু হয়। বিএনপিসহ ছাত্রদল, যুবদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবকদল, কৃষক দল, মহিলাদলসহ বিএনপির অঙ্গ দলগুলোর নেতাকর্মীরা যোগ দেন।

নতুন কমিটি

জেলা জামালপুর বিএনপির সাবজেক্ট কমিটির সর্বম্মতিক্রমে জেলা বিএনপির নতুন কমিটির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেটর শাহ মো: ওয়ারেছ আলী মামুন আবারো নির্বাচিত হয়েছেন। ১৫১ সদস্য বিশিষ্ট পরে ঘোষণা করা হবে বলে সম্মেলনে জানান বিএনপির ভাইস চেয়ারম্যান মো: শাহজাহান।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2016
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া