adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিপাশা হায়াত পুরস্কার পেলেন চারুকলায়

b-bবিনোদন রিপোর্ট : অভিনেত্রী-নির্মাতা-নাট্যকার বিপাশা হায়াতের বহুগুণের একটি হলো তিনি চিত্রশিল্পীও। প্রাতিষ্ঠানিক শিক্ষাও সম্পন্ন করেছেন এ বিষয়ে।

সাম্প্রতিক সময়ে চিত্রকর্মের জন্য দেশ-বিদেশের নানা aaপুরস্কারও পাচ্ছেন তিনি। সেই তালিকায় এবার এবার এই অভিনেত্রীর থলেতে যোগ হলো আরেকটি আন্তর্জাতিক পুরস্কার। ১ ডিসেম্বর বৃহস্পতিবার থেকে ঢাকায় আয়োজিত ১৭তম দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনীতে পুরস্কৃত হয়েছেন তিনি।
বৃহস্পতিবার সকালে উৎসবের উদ্বোধন শেষে বিপাশাসহ মোট ৯ জনকে এই পুরস্কার দেওয়া হয়েছে। পুরস্কারপ্রাপ্তদের মধ্যে একমাত্র নারী শিল্পীও তিনি। পুরস্কারপ্রাপ্ত দেশের মধ্যে ৮টি পেয়েছে বাংলাদেশ। অপরটি চিলির।
এদিকে, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি আজ (বৃহস্পতিবার) সকালে এর উদ্বোধন হয়। এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর বিশিষ্ট শিল্পীদের অংশগ্রহণে এ অনন্য প্রদর্শনী চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। বাংলাদেশসহ  বিশ্বের ৫৪টি দেশ এ প্রদর্শনীতে অংশগ্রহণ করেছে।

পুরস্কারের খবরে বিপাশা বলেন, ‌‘ভালো লাগছে পুরস্কার প্রাপ্তদের মধ্যে একজন নারীও আছেন। আর সেটা আমি। উৎসবে বিচারকদের মধ্যে বাংলাদেশ থেকে রফিকুন্নবী স্যার ছাড়া সবাই বিদেশি। তাদের চোখেও আমার কাজটি পছন্দ হয়েছে, এটাও ভালো লাগার বিষয়।’
মাসব্যাপী এ প্রদর্শনীর পাশাপাশি রয়েছে সেমিনার, পারফরমেন্স আর্টস প্রদর্শনী, আন্তর্জাতিক আর্ট ক্যাম্প ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2016
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া