adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সাঁওতালদের ১ লাখ ১৬ হাজার একর জমি হাতছাড়া

sawtalডেস্ক রিপাের্ট : গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতালদের জমি নিয়ে সৃষ্ট সংকট যখন ঘনিভূত, ঠিক তখনই জানা গেল, সাঁওতালদের এক লাখ ষোল হাজার চারশো একর জমি বেদখল হয়ে গেছে।২০১৪ সালের বাজার দর অনুযায়ী এই পরিমাণ ৫ হাজার ১শ ৯০ কোটি টাকা।১৯৪৭ সাল থেকে তিন পুরুষ ধরে সাঁওতালদের এই জমি বেদখল হয়েছে। বর্তমানে সাঁওতালদের তিন ভাগের এক ভাগ জনগোষ্ঠীর কোনও জমি নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল বারকাতের ‘পলিটক্যিাল ইকোনমি অব আনপিপলিং অব ইন্ডিজিনাস পিপলস: দ্য কেইস অব বাংলাদেশ’ শিরোনামে ২৫৬ পৃষ্ঠার গবেষণা গ্রন্থে এতথ্য তুলে ধরা হয়েছে।

এ প্রসঙ্গে অধ্যাপক আবুল বারকাত বলেন, ‘উচ্ছেদ হওয়া আদিবাসীদের অনেকেরই কোনও খোঁজও নেই। তারা কোথায় গেছে, তা কেউ জানে না।’ তিনি বলেন, ‘স্বাধীনতার আগে থেকেই আদিবাসী সাঁওতালদের এদেশ থেকে উচ্ছেদ করা হচ্ছে। স্বাধীনতার পরও তারা তাদের ভূমি ও বাসস্থান থেকে উচ্ছেদ হয়েছে।’

গবেষণায় দেখা গেছে, ‘১৯৪৭ সাল থেকে নিজেদের ভিটেমাটি থেকে অব্যাহতভাবে উচ্ছেদ হচ্ছেন সাঁওতালরা।  অর্থাৎ গত ৬৭ বছরে আদিবাসী সাঁওতালদের ৫ হাজার ১শ ৯০ কোটি টাকার সম্পত্তি বেদখল হয়েছে। দেশ থেকে বিপন্ন হওয়া এই গোষ্ঠীকে উচ্ছেদ করতে ১৬ ধরনের কৌশল অবলম্বন করা হয়েছে।’ অধ্যাপক আবুল বারকাত তার গবেষণায় উল্লেখ করেছেন, ‘আদিবাসীদের রক্ষার শ্লোগান দিয়েই মূলত তাদেরকে উচ্ছেদ করা হয়েছে। আর এই উচ্ছেদের নেতৃত্বে ছিল ভূমি কর্মকর্তারা। নেপথ্যে ছিল রাজনৈতিক নেতারা।’

অধ্যাপক আবুল বারকাতের গবেষণায় বলা হয়েছে, ‘আদিবাসীরা নানা ক্ষেত্রে অবহেলিত থাকছের। অধিকাংশ ক্ষেত্রে সরকারি সেবা পেতে সাধারণ মানুষের চেয়ে আদিবাসীদের অতিরিক্ত টাকা খরচ করতে হয়। সরকারের বিদ্যুৎ সেবা থেকে একেবারেই বঞ্চিত তারা। গ্রামের ৪০ শতাংশ মানুষ বিদ্যুৎ পেলেও একই গ্রামে বসবাসকারী আদিবাসীদেরকে রাখা হয়েছে অন্ধকারে। সরকার নারীর ক্ষমতায়নের উদ্যোগ নিলেও আদিবাসী নারীদের ক্ষেত্রে হয়েছে ঠিক তার উল্টো।’

বারকাতের গবেষণার তথ্য অনুযায়ী, ‘আদিবাসীরা ভূমি থেকে উচ্ছেদ হচ্ছে। আবার সেবা থেকেও বঞ্চিত হচ্ছে। এদের ৭৫ শতাংশ বর্তমানে ভূমিহীন এবং ৫১ দশমিক ৩ শতাংশ গৃহহীন।’

এই গবেষায় আরও বলা হয়েছে, ‘এই পরিমাণ জমি বেদখল হলেও এগুলো রক্ষায় সরকারের পক্ষ থেকে কোনও ধরনের সহযোগিতা পাননি তারা।’ গবেষণাপত্রে দাবি করা হয়েছে, ‘সরকার আদিবাসীদের ভূমির অধিকার স্বীকার করে না। এ কারণে বিপুল পরিমাণ জমি সাঁওতালদের হাতছাড়া হয়েছে।’

ড. বারকাত তার গবেষণাপত্রের ১৬৬ পৃষ্ঠায় উল্লেখ করেছেন, ‘১৯৭১ সালে যেসব সাঁওতাল ভারতে গিয়েছিলেন,পরে তারা কেউ তাদের নিজেদের জমি ও বসতবাড়ি ফিরে পাননি। সরকারের পক্ষ থেকে কোনও খাস জমিও তাদের দেওয়া হয়নি।’

গবেষণায় বলা হয়েছে, ‘১৯৬১ সাল থেকে ১৯৭০ সাল পর্যন্ত সাঁওতালদের ২৩ শতাংশ জমি বেদখল হয়ে যায়। সত্তর পরবর্তী সময়ে আরও ২৩ শতাংশ জমি দখল করে নেয় প্রভাবশালীরা।’ গবেষণায় উল্লেখ করা হয়েছে, ‘এখনও সাঁওতালদের বাকি জমিগুলোও বেদখল হয়ে যাচ্ছে।’

এ প্রসঙ্গে ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলু  বলেন, ‘ভূমি অধিগ্রহণের বিষয়টি নতুন নয়। এটি অনেক পুরনো বিষয়। অধিগ্রহণ করা এই জমি কেবল সাঁওতালদের নয়, অন্যদের জমিও অধিগ্রহণ করা হয়েছে। যদিও এখন বিষয়টা জটিল অবস্থায় আছে।’ তিনি উল্লেখ করেন, ‘এই বিষয়ে কয়েকদিন পরে বিস্তারিত বলা যাবে।এ ব্যাপারে ৭ ডিসেম্বর আবুল বারকাত আমাদের মন্ত্রণালয়ে একটি প্রেজেন্টেশন দেবেন। সেই পেজেন্টের পর এ নিয়ে কথা বলা যাবে।’

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2016
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া