adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নারকেল তেল স্বাস্থ্যের জন্য কতটা ভালো!

coconut_oilডেস্ক রিপাের্ট : নারকেল তেল ব্যক্তির চুল, ত্বক এবং হৃদপিণ্ডের জন্য আশীর্বাদস্বরুপ বলে বছরের পর বছর ধরে একটি ধারণা প্রচলিত আছে। কিন্তু আসলেই কি তাই? সম্ভবত না।

কিছু পটভূমি তথ্য : নারকেল তেলের ৯২ শতাংশই সম্পৃক্ত চর্বি। এই চর্বি অস্বাস্থ্যকর যা আপনার রক্তে এলডিএল বা বাজে কোলোস্টেরলের মাত্রা বৃদ্ধি করে। ফলে এটা হৃদরোগ এবং স্ট্রোকের ঝুঁকিও বাড়ায়। কিন্তু অনলাইনে নারকেল তেলকে স্বাস্থ্যের জন্য উপকারী বলে প্রচারণা চালানো হয়েছে। কেন?

হার্ভার্ড টিএইচ চ্যান স্কুল অফ পাবলিক হেলথ এর পুষ্টি বিভাগের চেয়ারম্যান ওয়াল্টার উইলেট বলেন, “নারকেল তেলে থাকা সম্পৃক্ত চর্বির কিছু আবার ডেইরি চর্বির চেয়ে সংক্ষিপ্ততর অণু সমৃদ্ধ যেগুলো এইচডিএল কোলোস্টেরল আরো জোরালো করে।”

প্রকৃতপক্ষে, অনেকে তর্ক তুলেছেন যে, নারকেল তেল অন্যান্য সম্পৃক্ত চর্বির তুলনায় মানবদেহে একটু ভিন্নভাবে কাজ করে। কিন্তু চলতি বছরের শুরুর দিকে নিউট্রিশন রিভিউস জার্নালে প্রকাশিত ২১টি গবেষণার এক পর্যালোচনায় এই দাবিকে “বেঠিক” বলে খারিজ করে দেওয়া হয়।

আর কিছু গবেষক লক্ষ্য করেছেন, যারা প্রচুর পরিমাণ নারকেল পণ্য খায় তাদের হৃদপিণ্ড সংশ্লিষ্ট কোনো নেতিবাচক অভিজ্ঞতা নেই। কিন্তু জার্নাল অফ দ্য আমেরিকান কলেজ অফ কার্ডিওলজিতে প্রকাশিত নতুন এক গবেষণায় দেখা গেছে, এইচডিএল কোলোস্টেরল হৃদপিণ্ডের জন্য অতটা স্বাস্থ্যকর নয় যতটা ভেবেছেন বিশেষজ্ঞরা।

গবেষকরা দেখতে পেয়েছেন, এইচডিএল হার্ট অ্যাটাক বা স্ট্রোকের বিরুদ্ধে কোনো প্রতিরক্ষা দেয় না। আর যাদের রক্তে উচ্চ মাত্রায় এইচডিএল কোলোস্টেরল রয়েছে, তারা মূলত হৃদপিণ্ড ঘটিত নয় এবং স্ট্রোক সংক্রান্ত কারণে মৃত্যুর বাড়তি ঝুঁকিতে থাকেন।

নিউট্রিশন রিভিউস গবেষণার গবেষকরা উপসংহার টেনেছেন, এমন কোনো প্রমাণ নেই, নারকেল তেল খেলে আপনার কোলোস্টেরলের উন্নতি হবে বা হৃদরোগের ঝুঁকি কমবে।

ড. উইলেট বলেন, “এমন কোনো প্রত্যক্ষ সাক্ষ্য-প্রমাণ নেই যে নারকেল তেল স্বাস্থ্যকর চর্বি।”

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2016
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া