adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ইডেন কলেজের সাবেক উপাধ্যক্ষ খুন

bananiনিজস্ব প্রতিবেদক : রাজধানীর বনানীতে নির্মাণাধীন একটি ভবন থেকে ঢাকার ইডেন কলেজের সাবেক উপাধ্যক্ষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
 
১১ অক্টােবর মঙ্গলবার দুপুরে বনানী ওল্ড ডিওএইচএসের ২ নম্বর সড়কের ৫৩/এ নম্বর ভবনের তৃতীয় তলা থেকে আলী হোসেন মালিক (৭০) নামের ওই উপাধ্যক্ষের মরদেহ উদ্ধার করা হয়।
 
এ ঘটনায় ভাষানটেক থানা পুলিশ সেলিম হোসেন নামের এক সন্দেহভাজনকে আটক করেছে।
 
ভাষানটেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আজ ভোরের দিকে তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। তার হাত-পা বাঁধা ছিল।’
 
তিনি জানান, আলী হোসেনের মরদেহ উদ্ধার করার পর বিকেল সাড়ে ৫টার দিকে মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
 
নজরুল ইসলাম আরো জানান, এ ঘটনায় তারা কয়েকজনকে সন্দেহ করছেন। এর মধ্যে একজনকে আটক করেছেন। 
 
কয়েক বছর আগে ইডেন কলেজের চাকরি থেকে অবসর নেন আলী হোসেন। এরপর একটি গৃহনির্মাণ প্রতিষ্ঠানের ব্যবস্থাপক হিসেবে চাকরি করতেন। ওই প্রতিষ্ঠানটি বনানীর একটি প্লটে বহুতল ভবন নির্মাণ করছিল।
 
অনেক রাত হলে আলী হোসেন নির্মাণাধীন ভবনের তৃতীয় তলায় অফিসে নিজের কক্ষে থেকে যেতেন। কিন্তু সোমবার রাতে তিনি মিরপুর ১০ নম্বরে নিজ বাড়িতে ফিরে যাননি বলে জানান তার এক আত্মীয়। 
 
ওই ভবনে একজন কেয়ারটেকার, ড্রাইভার ও বেশ কয়েকজন কর্মচারী থাকতেন। তাকে হত্যার কারণ প্রাথমিকভাবে জানাতে পারেনি পুলিশ।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
October 2016
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া