adv
১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নিউজিল্যান্ডে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি

1আন্তর্জাতিক ডেস্ক : নিউজিল্যান্ডে শক্তিশালী ৭.৮ মাত্রার ভূমিকম্পের পরে সাউথ আইল্যান্ডে সুনামি আঘাত হেনেছে। মার্কিন জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, রবিবার মধ্যরাতের দিকে ক্রাইস্টচার্চ থেকে ৯৫ কিলোমিটার দূরে ছিল এর উৎপত্তিস্থল।
 
ভূমিকম্পের ঘণ্টা দুয়েক পরে সাউথ
2আইল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলের উপকূলে আঘাত হানে। ওয়েদারওয়াচ নামের একটি ওয়েবসাইট জানিয়েছে, সুনামির ঢেউয়ের উচ্চতা ছিল দুই মিটার। রাজধানী ওয়েলিংটনসহ দেশজুড়ে বিভিন্ন উপকূলীয় এলাকায় ছোট ছোট ঢেউ আঘাত হানছে।   
 
পরবর্তী বেশ কিছু সময় ধরে সুনামি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছেন কর্মকর্তারা। স্থানীয় বাসিন্দাদের বলা হয়েছে, উপকূলীয় এলাকা থেকে উঁচু এলাকার দিকে চলে যেতে।
 
উল্লেখ্য, ২০১১ সালে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ক্রাইস্টচার্চে ১৮৫ জন নিহত হয়। হাজারো ভবন ধসে যায়। নিউজিল্যান্ড কুখ্যাত ‘আগ্নেয় মেখলা’য় অবস্থিত। প্রশান্ত মহাসাগর জুড়ে অবস্থিত কল্পিত এই রেখায় ভূমিকম্প ও অগ্ন্যুৎপাত ঘটে নিয়মিত। ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির মাত্রা সম্পর্কে এখনো জানা যায়নি। বিবিসি।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2016
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া