adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নির্বাচন কমিশন ‘নিরপেক্ষ’ হতে হবে: নজরুল ইসলাম খান

nazrulনিজস্ব প্রতিবেদক : যে সরকারের অধীনেই নির্বাচন হউক না কেন, নির্বাচন কমিশন ‘নিরপেক্ষ’ হতে হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। পাশাপাশি দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচনই সুষ্ঠু হবে না বলেও শঙ্কা প্রকাশ করেছেন তিনি।

তিনি বলেন, ‘আলোচনা বড় কথা নয়, সকলের সম্মতি ও পরামর্শ নিয়ে নির্বাচন কমিশন গঠন করতে হবে। এমন লোক দিয়ে নির্বাচন কমিশন গঠন করতে হবে যারা তাদের মাথা কারও কাছে বন্দক রাখবে না। মেরুদণ্ড সোজা রাখবেন এবং সাংবিধানিক অধিকার রক্ষায় দায়িত্ব পালন করবেন।’

মঙ্গলবার (২৫অক্টোবর) বিকালে রাজধানীর সেগুনবাগিচায় কচি-কাঁচা মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৫তম জন্মবার্ষিকী উপলক্ষে সংগীত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও আলোচনা সভার আয়োজন করে জিয়া শিশু-কিশোর মেলা।

নজরুল ইসলাম খান বলেন, ‘গণতন্ত্রের বাহন হলো নির্বাচন। নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র এগিয়ে নিয়ে যাওয়া যায়। যারা বর্তমানে নির্বাচন কমিশনে আছেন তারা অর্থব।’

তিনি বলেন, ‘দেশের মানুষের জীবন-জীবিকা রয়েছে নিরাপত্তাহীন ভাবে। প্রতিনিয়তই মানুষ খুন, নারী-শিশু নির্যাতনের শিকার হচ্ছে। বিচার পাই না। এসবের মূল কারণ হচ্ছে অপরাধগুলোকে রাজনীতিকরণ।’

সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, ‘অপরাধ দমনের চেষ্টা না করে, প্রতিপক্ষ দমন করা শুভ দৃষ্টান্ত নয়। এটা অপরাজনীতি, অপশাসন।’

ইতালির নাগরিক তাবেলা সিজার হত্যা প্রসঙ্গে তিনি বলেন, ‘র‌্যাব বলছে তাবেলা সিজারের হত্যার সঙ্গে নব্য জঙ্গিরা জড়িত। অথচ পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে এর সঙ্গে ঢাকা মহানগরের বিএনপি নেতা কাইয়ুম জড়িত। অপরাধিকে অপরাধি হিসেবে চিহ্নিত করতে হবে। এতে রাজনীতি সম্পৃক্ত করা হলে অপরাধিরা আঁড়ালে চলে যায়।’

এ সময় তিনি বলেন, ‘জাতীয় কবিও একজন সৈনিক ছিলেন। দখলদার ইংরেজদের বিরুদ্ধে কলম ধরেছেন, জনগণকে উদ্বুদ্ধ করেছেন স্বাধীনতার জন্য। জিয়াউর রহমানও একজন সৈনিক ছিলেন। তিনি চিত্ত বিনোদনের জন্য শিশু পার্ক, প্রতিভা বিকশিত করতে শিশু একাডেমি, নতুন কুড়ি অনুষ্ঠানের আয়োজন করেছিলেন।’

এর আগে সংগীত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়।

আয়োজক সংগঠনের আহ্বায়ক জাহাঙ্গীর শিকদারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, জাসাসের সাধারণ সম্পাদক মনির খান প্রমুখ।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
October 2016
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া