adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শিক্ষাক্ষেত্রে লিঙ্গবৈষম্য নিরসনে সাফল্য এসেছে: নাহিদ

nahidনিজস্ব প্রতিবেদক : শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, শিক্ষাক্ষেত্রে লিঙ্গ বৈষম্য নিরসনে বাংলাদেশ সাফল্য অর্জন করেছে এবং এক্ষেত্রে দক্ষিণ এশিয়ায় দ্বিতীয় অবস্থানে রয়েছে।
 
তিনি বলেন, ‘নারী শিক্ষার ব্যাপক প্রসারের ফলে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে ছাত্রী সংখ্যা ছাত্র সংখ্যাকে অতিক্রম করেছে।
 
উজবেকিস্তানের তাসখন্দে ১৮ অক্টােবর মঙ্গলবার অর্গানাইজেশন অব ইসলামিক কোপারেশনের (ওআইসি) দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রী সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে ভাষণে এ কথা বলেন শিক্ষামন্ত্রী। মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
 
বাংলাদেশ প্রতিনিধিদলের নেতা শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এই ভাষণে জ্ঞান-বিজ্ঞান চর্চা ও গবেষণায় মুসলিম দেশসমূহের গৌরবোজ্জ্বল ইতিহাস ও ঐতিহ্যের কথা তুলে ধরেন। তিনি বলেন, ‘ওআইসি’র সদস্য দেশসমূহের মধ্যে শিক্ষা, বিজ্ঞান, প্রযুক্তি ও গবেষণাক্ষেত্রে কার্যকর সহযোগিতার হাত বাড়াতে হবে। বিশ্বায়নের এ যুগে বিশ্বের সাথে তাল মিলিয়ে এগুতে হলে আমাদের অবশ্যই সেই ঐতিহ্যকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে হবে।’
 
এবার সম্মেলনের মূল প্রতিপাদ্য ‘শিক্ষা ও জ্ঞানার্জন – শান্তি ও সৃজনশীলতার লক্ষ্য অর্জনের উপায়।’ শিক্ষামন্ত্রী এই প্রতিপ্রাদ্যকে সময়োপযোগী হিসেবে উল্লেখ করে বলেন, ‘জাতিতে জাতিতে যুদ্ধ বিগ্রহ, সংঘাত, উগ্রবাদ ও সাংস্কৃতিক বিভেদ নিরসনে শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।’
 
শিক্ষামন্ত্রী বাংলাদেশে শিক্ষার উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার গৃহীত বিভিন্ন কর্মসূচির কথা উল্লেখ করে বলেন, ‘উপবৃত্তি ও বিনামূল্যে পাঠ্যপুস্তকের মতো বিশ্ব প্রশংসিত দরিদ্র শিক্ষার্থীবান্ধব কার্যক্রমের ফলে বাংলাদেশে শিক্ষাক্ষেত্রে যুগান্তকারী উন্নয়ন সাধিত হয়েছে। মাদরাসা শিক্ষার আধুনিকায়ন ও কারিগরি শিক্ষার ব্যাপক প্রসারে শেখ হাসিনার সরকার নিরলস কাজ করে যাচ্ছে। শিক্ষার মানোন্নয়নে শিক্ষাক্ষেত্রে তথ্য প্রযুক্তি ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে।’
ওআইসির সদস্য দেশসমূহের পররাষ্ট্রমন্ত্রীরা এই সম্মেলনে যোগ দেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
October 2016
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া