adv
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

সমুদ্রে ভাসমান ধ্বংসস্তূপ মালয়েশীয় বিমানের নয়!

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ ভারত মহাসাগরে ভাসমান ধ্বংসস্তূপ মালয়েশীয় বিমানের নয় বলে দাবি করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সমুদ্রের আবর্জনা বিষয়ক গবেষক চার্লস মুর।মালয়েশীয় কর্তৃপক্ষ নিখোঁজ বিমানটি দক্ষিণ মহাসাগরে ভেঙে পড়েছে এবং এর সব যাত্রী আর বেঁচে  নেই ঘোষণা দেওয়ার একদিন পর মঙ্গলবার ফ্রান্স ১২২ টুকরোর স্যাটেলাইট চিত্র প্রকাশ করে।বলা হচ্ছে, এই টুকরোগুলো ৮ মার্চ নিখোঁজ হওয়া মালয়েশিয়া বিমান ফ্লাইট ৩৭০-এর। কিন্তু এই সিদ্ধান্তের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন চার্লস মুর নামে এক সমুদ্র গবেষক।তিনি ২০ বছর ধরে সমুদ্রের আবর্জনা বিষয়ে গবেষণা করছেন।মুর ক্যালিফোর্নিয়া রাজ্যের সমুদ্রতটে অবস্থিত আগালিটা মেরিন রিসার্চ ইনস্টিটিউটে কর্মরত।বুধবার মুর সিবিএস নিউজকে বলেন, সমুদ্র ভূপৃষ্ঠ থেকে ঢালু। সে কারণে সমুদ্রের সব আবর্জনা স্থলভাগ থেকেই আসে।তিনি বলেন, জাপানে ২০১১ সালের ভয়াবহ সুনামিতে স্থলের বিপুল ধ্বংসস্তূপ সমুদ্রে গিয়ে জমা হয়। শুধু তাই নয়, ক্যালিফোর্নিয়া ও ওরেগনের ৬৬ ফুট ডকও ভাসিয়ে নিয়ে যায় সুনামি।মুর বলেন, এ ধ্বংসস্তূপ হতে পারে জাপানের সুনামির তাণ্ডব কিংবা ২০০৪ সালে ইন্দোনেশিয়ায় যে সুনামি হয়েছিল, তার চিহ্ন। মনে রাখতে হবে, সুনামি কিন্তু ভারত মহাসাগর থেকেই হয়েছিল।তিনি বলেন, ইন্দোনেশিয়ার বান্দা আইচের সুনামির ধ্বংসস্তূপ সাগরে ভেসে থাকতে পারে। কারণ, সমুদ্রে প্লাস্টিক সামগ্রী ১০ বছর পরেও ভেসে থাকতে পারে। এটা পচবে না বা চূর্ণবিচূর্ণও হবে না।এ ছাড়া প্রতিবছর সমুদ্রগামী জাহাজ থেকে হাজার হাজার কন্টেইনার হারিয়ে যায়, নষ্ট হয়ে যায়। এ সব আবর্জনার কারণে সমুদ্রে একটি বিমান  খোঁজার কাজ খুবই দুরূহ একটি কাজ।মুর বলেন, সমুদ্রে বিমান খোঁজার ব্যাপারটা হচ্ছে, আবর্জনার মধ্যে আবর্জনা খোঁজা, যেখানে একটি সমুদ্র আবর্জনাতেই ভরা থাকে।মুরের মতে, বর্তমানে সমুদ্রে ২০০ মিলিয়ন টন আবর্জনা সমুদ্রে ভাসছে। এ ছাড়া প্রতিবছর আরো ১৫ মিলিয়ন টন আবর্জনা এই আবর্জনার সঙ্গে যুক্ত হচ্ছে।তবে স্যাটেলাইটে পাওয়া ১২২ টুকরোর বিষয়ে তিনি দ্বিমত পোষণ করেন। তিনি মনে করেন, এই ধ্বংসস্তূপ মালয়েশীয় নিখোঁজ বিমানটির নয়, সমুদ্রে ভাসমান সুনামির ধ্বংসস্তূপ।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া