adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বললেন – অভ্যন্তরীণ বিষয়ে পাকিস্তানের হস্তক্ষেপে সার্কে যাচ্ছে না বাংলাদেশ

shariar-alam_file-photo_samakal_239655ডেস্ক রিপাের্ট : বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে পাকিস্তান অব্যাহতভাবে হস্তক্ষেপ করায় ইসলামাবাদে হতে যাওয়া সার্ক শীর্ষ সম্মেলনে যাচ্ছে না বাংলাদেশ।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম ২৮ সেপ্টেম্বর বুধবার দুপুরে নিজ দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা জানান।

আগামী ৯ ও ১০ নভেম্বর পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে সার্কের ১৯তম সার্ক শীর্ষ সম্মেলন হওয়ার কথা ছিল। মঙ্গলবার বাংলাদেশ, ভারত, আফগানিস্তান ও ভুটান এই সম্মেলনে যোগ না দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে। ফলে আট সদস্যের এই জোটের শীর্ষ সম্মেলন স্থগিত হয়ে গেছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, 'আমরা গতকাল (মঙ্গলবার) সার্কের সভাপতি দেশ নেপাল ও সার্ক সচিবালয়কে চিঠি দিয়ে জানিয়েছি যে নভেম্বরে অনুষ্ঠেয় ১৯তম সার্ক শীর্ষ সম্মেলনে বাংলাদেশ যোগ দিচ্ছে না। কারণ হিসেবে আমরা বলেছি, আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে প্রতিবেশী রাষ্ট্রগুলোর মধ্যে যে সম্পর্ক থাকা উচিত বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে একটি রাষ্ট্রের অব্যাহতভাবে হস্তক্ষেপ এই সম্মেলন আয়োজনের জন্য উপযোগী নয়।'

এছাড়াও ভারত, আফগানিস্তান এবং ভুটান শীর্ষ সম্মেলনে যাচ্ছে না বলে মঙ্গলবার সার্কের বর্তমান সভাপতি দেশ নেপালকে জানিয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশের এই সিদ্ধান্তের সঙ্গে অন্য কোনো রাষ্ট্রের সিদ্ধান্তের কোনো সম্পর্ক নেই জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, 'এটি বাংলাদেশের নিজস্ব একটি সিদ্ধান্ত। আমরা সব সময় বলে আসছি, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু হত্যাকারীদের বিচার ও তাদের ফাঁসির রায় কার্যকর, যুদ্ধাপরাধীদের বিচার—এসব বিষয়ে বাংলাদেশ কখনও কারও সঙ্গে আপস করেনি এবং করবেও না।'

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'সরকার বিভিন্ন সময়ে বিভিন্ন ঘটনা পর্যালোচনা করে। আমরা এখন বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক পর্যালোচনা করছি।'

পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা হবে কি-না?—এ প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, 'সেটা সময়ই বলে দেবে।'

শাহরিয়ার আলম আরও বলেন, 'সার্ক সচিবালয়কে লেখা চিঠিতে আমরা বলেছি, সার্কের প্রতিষ্ঠাতা দেশ হিসেবে বাংলাদেশ আঞ্চলিক সহযোগিতা, কানেকটিভিটি ও সার্বিক সহযোগিতার বিষয়টি বিশ্বাস করে। সময় ও সুযোগ যখন আসবে বাংলাদেশ তখন সার্ক শীর্ষ সম্মেলনে যোগ দেবে।'

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2016
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া