adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিশ্বকাপে ৪৮ দল খেলোয়াড়দের হত্যার সামিল : গার্দিওলা

gardiwalaস্পাের্টস ডেস্ক : বিশ্বকাপে ৪৮ দলের প্রস্তাব খেলোয়াড়দের হত্যার সামিল বলে জানিয়েছেন পেপ গার্দিওলা। এই প্রস্তাবের সমালোচনা করে ম্যানচেস্টার সিটির কোচ বলেন, প্রতিযোগিতা যত বাড়বে ম্যাচও বাড়বে, সাথে সাথে আবহও বাড়বে।
 
ম্যান সিটির এই কোচ বিশ্বাস করেন ফুটবলের সর্বোচ্চ সংস্থার নির্ধারিত কোন প্রতিযোগিতা থাকলে এমনিতেই খেলোয়াড়দের স্বার্থটি চাপা পড়ে যায়। এটা হাই প্রোফাইল আন্তর্জাতিক টুর্নামেন্ট কিংবা লোভনীয় প্রাক মৌসুম ট্যুর যাই হোক না কেন। চলতি সপ্তাহে ফিফা সভাপতি গিয়ান্নি ইনফানতিনো বিশ্বকাপে দলের সংখ্যা ৩২ থেকে বাড়িয়ে ৪৮এ করার পরিকল্পনা গণমাধ্যমে প্রকাশ করেছেন।
 
এবারের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে প্রথমবারের মত ১৬ থেকে বাড়িয়ে ২৪টি দল নিয়ে অনুষ্ঠিত হয়েছে। কিন্তু এই ধরনের বড় প্রতিযোগিতার সবসময়ই বিপক্ষে গার্দিওলা। তার মতে যেহেতু সারা বছর ধরেই খেলোয়াড়দের ব্যস্ত সূচির মধ্যে থাকতে হয় সেজন্য দলগুলোর জন্য বদলী খেলোয়াড়ের সংখ্যা আরো বেশী করাটা জরুরী।
 
তিনি বলেন, 'এটা শুধুমাত্র ইংলিশ ফুটবলে নয়, এটা পুরো বিশ্বের জন্যই প্রযোজ্য। এখন তারা বলছে ৪৮টি দল নিয়ে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। আমরা মূলত খেলোয়াড়দের হত্যার পরিকল্পনা করছি। আমরা গুনগত দিকটি বিবেচনা করতে গিয়ে সংখ্যার দিকে তাকাচ্ছি না। এ কারনেই খেলোয়াড়দের মূলত কোন বিশ্রাম হচ্ছে না। তাদের ওপর অনেক ধরনের চাপ সৃষ্টি হচ্ছে। প্রতিযোগিতা যত বাড়বে ম্যাচও বাড়বে, সাথে সাথে আবহও বাড়বে। স্পেনের চারটি দল চ্যাম্পিয়নস লীগে ও তিনটি দল ইউরোপা লীগে খেলে। সে কারণেই ইংলিশ লীগ থেকে স্পেনের মানটা আরো বেশি। ফিফা যে সিদ্ধান্ত নেয় আমাদের সেটা মেনে নিতে হয়। আমি শুধুমাত্র খেলোয়াড়দের কথা চিন্তা করছি। তাদের জীবনেও বিরতির প্রয়োজন রয়েছে।
 
তিনি আরো বলেন, এই বিরতির কোন জায়গা এখন আর নেই। কারণ মৌসুম শেষ করার এক সপ্তাহের মধ্যে আমাদের বিশ্বকাপ খেলতে হয়, এরপর তিন সপ্তাহ পরে আমরা প্রাক মৌসুম ম্যাচ খেলতে চায়না, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়ায় যাই। আমাদের মিলান, জুভেন্টাস রিয়াল মাদ্রিদের মত দলগুলো বিপক্ষে খেলতে হয়, সমর্থকরা আশা করে আমরা যেন জিতি। এরপর কোন ধরনের প্রস্তুতির সময় থাকে না। আবারো ১১ মাসের মৌসুম শুরু হয়ে যায়।  

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2016
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া