adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আওয়ামী লীগে সংঘর্ষ, নিহত ২

kustiaডেস্ক রিপাের্ট : আধিপত্য বিস্তার নিয়ে কুষ্টিয়া সদর উপজেলার ঝাউদিয়া ইউনিয়নের মাঝপাড়া গ্রামের সরকারপাড়ায় আওয়ামী লীগের দুটি পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে দুজন নিহত ও ১৫ জন আহত হয়েছে।

২৪ সেপ্টেম্বর শনিবার সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে। সংঘর্ষে নিহত দুজন হলেন ইমান আলী মণ্ডল (৪২) ও শাহাবুদ্দিন (৪৫)। তারা ঝাউদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কেরামত আলীর পক্ষের লোক।


আহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি। তাদের পাঁচজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, এলাকার আধিপত্য বিস্তার নিয়ে ঝাউদিয়া ইউপির চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা কেরামত আলী এবং সাবেক চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বখতিয়ার হোসেন ও মজিদ মেম্বারের লোকজনদের মধ্যে কিছুদিন ধরে বিরোধ চলছিল। শনিবার সকালে মাঝপাড়া গ্রামে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় দেশীয় অস্ত্র ব্যবহারের পাশাপাশি গোলাগুলির ঘটনাও ঘটেছে।

সংঘর্ষে ইউপি চেয়ারম্যান কেরামত আলীর পক্ষের সমর্থক ইমান আলী মণ্ডল ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত ছয়জনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে একই পক্ষের শাহাবুদ্দিন নামের আরো একজনের মৃত্যু হয়।

অপর পক্ষের আহত ব্যক্তিরা গ্রেফতার এড়াতে গোপনে বিভিন্ন জায়গায় চিকিৎসা নিচ্ছে বলে জানা গেছে।

কুষ্টিয়ার জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার নূর-ই-আলম সিদ্দিকী জানান,

খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে। নিহত ব্যক্তিদের লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আবারো সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2016
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া