adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

জালনোটের কারবারে বাংলাদেশ ব্যাংকের সাবেক কর্মী

moneyনিজস্ব প্রতিবেদক : রাজধানীর দুটি এলাকা থেকে কোটি টাকার জাল নোট ও নোট তৈরির সরঞ্জামসহ পাঁচ জনকে আটকের কথা জানিয়েছে র‌্যাব। এদের একজন বাংলাদেশ ব্যাংকের সাবেক কর্মী বলে জানিয়েছে বাহিনীটি।

গত রাতে রাজধানীর বনশ্রী ও জুরাইন এলাকা থেকে এই জাল নোট ও নোট তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। আটকরা হলেন রুবিনা, ফাতেমা আক্তার, দুলাল মিয়া, সারোয়ার হোসেন এবং আবদুর রশিদ।

এদের মধ্যে আবদুর রশিদ বাংলাদেশ ব্যাংকে চাকরি করতেন বলে ঢাকাটাইমসকে জানিয়েছেন র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক মিজানুর রহমান। তবে তিনি বাংলাদেশ ব্যাংকে কোন পদে চাকরি করতেন, কবে এই চাকরি ছেড়েছেন, সে বিষয়ে কিছু জানাতে পারেনি র‌্যাব। এ বিষয়ে আনুষ্ঠানিক ব্রিফিং করে দুপুরের আগে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন মিজানুর রহমান।

এর আগে গত ২ সেপ্টেম্বর রাজধানী থেকে জাল নোট চক্রের আট জনকে আটক করে পুলিশ। তাদের কাছ থেকে সেদিন উদ্ধার করা হয় ৫২ লাখ জাল নোট।

সেদিন সেপ্টেম্বর ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে জানানো হয়, ঈদকে সামনে রেখে জাল নোটের কারবারিরা সক্রিয়। পুলিশ কর্মকর্তা মনিরুল ইসলাম সেদিন জানান, ‘এবারের ঈদে দুর্বৃত্তরা ১০ কোটি টাকার জাল নোট বাজারে ছাড়ার পরিকল্পনা করেছিল। এখন পর্যন্ত ছাড়া হয়েছে দুই থেকে তিন কোটি টাকা।’ এই কারবারে বড় ধরনের তিনটি দল সক্রিয় বলেও সেদিন জানান মনিরুল।
 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2016
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া