adv
২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

যুদ্ধাপরাধীদের সম্পদ বাজেয়াপ্ত করার আইন আসছে

anisul__127134নিজস্ব প্রিতিবেদক : মানবতাবিরোধী অপরাধে দণ্ডিতদের সম্পদ বাজেয়াপ্ত করতে আইন করতে সরকার চিন্তা করছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। ৭ সেপ্টেম্বর দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

মানবতাবিরোধী অপরাধে ফাঁসি কার্যকর হওয়া জামায়াত নেতা মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ এবং আমৃত্যু কারাদণ্ড ভোগ করা নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীকে চারদলীয় জোট সরকার সরকারি প্লট বরাদ্দ দিয়েছিল। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার নিয়ে নিন্দার ঝড় উঠে এর পরই। এই অপরাধীদের দণ্ড কার্যকরের পর তাদের সম্পদ বাজেয়াপ্তের দাবি আরও জোরাল হয়।

১৯৭৫ সালের ১৫ আগস্ট পট পরিবর্তনের পর স্বাধীনতাবিরোধীরা সমাজ ও রাজনীতিতে প্রতিষ্ঠিত হয়ে নানাভাবে বিপুল পরিমাণ সম্পদের মালিক হয়েছে। এসব সম্পদ তারা তাদের আদর্শ প্রচারে ব্যবহার করেছে। একই সঙ্গে দেশে নানা সময় নাশকতা এমনকি উগ্রবাদী প্রচারেও এগুলো ব্যবহারের অভিযোগ করছে সরকার।

জামায়াত নেতা মীর কাসেম আলী তাঁর বিচার ঠেকাতে মার্কিন লবিস্ট প্রতিষ্ঠানকে বাংলাদেশি মুদ্রায় ২০০ কোটি টাকা দিয়েছিলেন বলে উচ্চ আদালতে নথিপত্র জমা দিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। রাষ্ট্রপক্ষ বলছে, জামায়াত কেবল এই টাকাই নয়, নানাভাবে উপার্জিত আরও টাকা ব্যয় করেছে এই বিচার ঠেকাতে।

মানবতাবিরোধী অপরাধের বিচারের পাশাপাশি স্বাধীনতাবিরোধীদের সম্পদ বাজেয়াপ্ত করে মুক্তিযোদ্ধা বা দেশের কল্যাণে ব্যয় করার দাবিও জোরাল হয়েছে। তবে এই সম্পত্তি বাজেয়াপ্ত নিয়ে দেশে কোনো আইন নেই। তা ছাড়া একজনের সম্পদ অন্য জনের নামে চলে গেছে। ফলে এক ধরনের জটিলতাও তৈরি হয়েছে।  

আইনমন্ত্রী বলেন, ‘মুসলিম আইনে মানবতাবিরোধী অপরাধীদের সম্পত্তির তাদের ছেলে মেয়েদের নামে চলে গেছে। আদালত বিচারের সময় কোন দিক নির্দেশনা দেয়নি। সেক্ষেত্রে নতুন আইন করে তাদের সম্পতি আইনি প্রক্রিয়ার নেয়া যেতে পারে।’

মানবতাবিরোধী অপরাধের দায়ে দল হিসেবে জামায়াতের বিচার করতে ট্রাইব্যুনাল আইন সংশোধনের উদ্যোগ নেয়া হয়েছে বলে আগেই জানিয়েছিলেন আইনমন্ত্রী। বিচারের পাশাপাশি দলটিকে নিষিদ্ধ করা সময়ের ব্যাপার বলেও জানানো হয়েছে সরকারের পক্ষ থেকে। এই আইন সংশোধন কবে হবে?- জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, ‘আমরা দ্রুত করার চেষ্টা করছি। প্রস্তাবটি মন্ত্রিসভায় উপস্থাপনের অপেক্ষায় আছে।’

জামায়াত নিষিদ্ধ হলে তার ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের কী হবে? জানতে চাইলে আইন মন্ত্রী বলেন, ‘ছাত্রশিবির যে কাযাকালপ করছে তাদের নিষিদ্ধের ব্যাপারে স্বরাস্ট্র মন্ত্রীর সাথে আলোপ আলোচনা চলছে।’

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2016
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া