adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজউকের কোটিপতি পিয়ন!

Dudokনিজস্ব প্রতিবেদক : রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) এমএলএসএস মো. মোবারক হোসেনের প্রায় দেড় কোটি টাকার অবৈধ সম্পদের খোঁজ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
 
ওই অবৈধ সম্পদের তথ্য জানতে স্ত্রীসহ মোবারক হোসেনের বিরুদ্ধে সম্পদ বিবরণী নোটিস ইস্যু করেছে দুদক। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য এসব তথ্য নিশ্চিত করেছেন।
 
দুদক সূত্রে জানা যায়, মো. মোবারক হোসেন নিজের নামে রাজধানীর উত্তরায় রাজউক থেকে পাওয়া প্লটের ওপর দুই কোটি টাকা মূল্যের সাত তলা বাড়ি, তার স্ত্রী মিসেস শাহিনা পারভীন শাহিনের নামে ডেলপার্ক হাউজিং লিমিটেডের ২ লাখ ২৫ টাকার শেয়ার, উত্তরা রাজউক কমার্শিয়াল মার্কেটে ১৬৬ দশমিক ২১ বর্গফুটের একটি দোকান, ঝিনাইদহে ২২৫ দশমিক ২৮ শতাংশ জমি এবং উত্তরায় ৩ কাঠার প্লটের ওপর আটটি টিনশেড বাড়ির সন্ধান পাওয়া গেছে।
 
আরো জানা যায়, দুদকের অনুসন্ধানে দালিলিক মূল্যে মো. মোবারক হোসেন ও তার স্ত্রীর নামে ২ কোটি ৫৩ লাখ ৮১ হাজার ৮৯৫ টাকার সম্পদ পাওয়া গেছে। এর মধ্যে ১ কোটি ১৫ লাখ টাকার সঠিক উৎস পাওয়া যায়। বাকি ১ কোটি ৩৮ লাখ ৮১ হাজার ৮৯৫ টাকার রেকর্ড ভিত্তিক কোনো দালিলিক উৎস দেখাতে পারেননি। যদিও উক্ত সম্পদের বাজারমূল্য আরো অনেক বেশি।
 
দুদকের অনুসন্ধানে অবৈধ সম্পদের প্রমাণ পাওয়ায় অনুসন্ধান কর্মকর্তা তাদের নামে ২০০৪ সালের দুদক আইনের ২৬(১) ধারায় পৃথক দুটি সম্পদ বিবরণী নোটিস জারি করার সুপারিশ করলে কমিশন তা অনুমোদন করে।
 
দুদক সহকারী উপ-পরিচালক সরদার মনঞ্জুর আহম্মদ অভিযোগটি অনুসন্ধান করছেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2016
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া