adv
৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মিউনিখে বায়ার্ন-অ্যাটলেটিকো মহারণ

MUNICস্পোর্টস ডেস্ক : শক্তি সামর্থ্য আর ইতিহাস পরিসংখ্যানে এগিয়ে ছিল বায়ার্ন মিউনিখই। তবে প্রথম লেগে ধাক্কাটা ভালোই দিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। জিতেছে ১-০ গোলে। এবার ফিরতি লেগে ন্যূনতম ড্র করতে পারলেই দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে যাবে অ্যাটলেটিকো মাদ্রিদ। তবে ঘরের মাঠে জিততেই চাইবে বায়ার্ন। সব মিলিয়ে অ্যালিয়াঞ্জ অ্যারিনাতে মঙ্গলবার মহারণে রূপ নেবে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের ফিরতি লেগের ম্যাচটি।  

ইতিহাস স্বাক্ষ্য দেয়, চ্যাম্পিয়ন্স লীগে বায়ার্নের দুর্দান্ত সাফল্য আর অ্যাটলেটিকোর দুর্ভাগ্যের গল্প। এ দু’টো যেন দল দু’টির জন্য এক সুতোয় গাঁথা। ১৯৭৪ সালের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে অ্যাটলেটিকোকে হারিয়েই প্রথমবারের মতো শিরোপা জিতেছিল জার্মান পরাশক্তিরা। এর পর থেকে মোট পাঁচবার ইউরোপসেরার মুকুট পড়েছে বাভারিয়ানরা।

আর ৪২ বছর আগে সেই হারের পর এখনও চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা অধরা থেকে গেছে অ্যাটলেটিকোর। দুই মৌসুম আগে ফাইনালে উঠলেও নগর প্রতিদ্বন্দ্বী রিয়ালের কাছে হারতে হয়েছিল ৪-১ গোলে। তবে এবারের মৌসুমে ৪২ বছর আগে সেই হারের প্রতিশোধ অ্যাটলেটিকো নিয়েছে প্রথম লেগ জিতে। এখন কাঙ্খিতভাবে ফাইনালে উঠলে প্রতিশোধটা মধুর হবে সিমিওনের দলের। বায়ার্নের সঙ্গে পারবে অ্যাটলেটিকো।

ফাইনালে উঠতে মরিয়া বায়ার্নের স্প্যানিশ কোচ পেপ গার্দিওলা। তিনি বলেছেন, ‘আমাদের সুযোগ শেষ হয়ে যায়নি। নিজেদের মাঠে স্বাভাবিক খেলা খেলতে পারলে ফাইনালে যাওয়া কঠিন হবেনা। তবে অ্যাটলেটিকো প্রমাণ করেছে তারা যে কোন প্রতিপক্ষকে চাপে রাখতে পারে। আমাদের এই চাপটাই উতরাতে হবে।’

প্রথম লেগের পারফরমেন্স সামনে এনে সাবেক বার্সেলোনা কোচ আরও বলেন, ‘আমাদের জন্য ফলাফলটা মোটেও ভাল ছিলনা। অ্যাওয়ে গোল করতে না পারাটা সবসময়ই অস্বস্তিকর। কিন্তু এখনও আমাদের হাতে পুরো ৯০ মিনিট সময় আছে।’ ফাইনালের স্বপ্ন দেখছেন বায়ার্নের জার্মান ডিফেন্ডার জেরোমে বোয়েটেংও। তিনি বলেন, ‘আমাদের ভাল সুযোগ আছে। আমরা নিজেদের মাঠে খেলবো। দর্শকদের পুরো সমর্থন থাকবে। শুরু থেকেই আমরা আক্রমণাত্মক খেলবো।

তবে অ্যাটলেটিকোর ফরাসি স্ট্রাইকার অ্যান্টোনিও গ্রিজম্যান বলেন, ‘আমরা উদ্যমী। সব খেলোয়াড় এ মুহূর্তে ফাইনালে খেলার স্বপ্ন বুনছে।’

দলটির আর্জেন্টাইন কোচ সিমিওনে অবশ্য বেশ সতর্ক। বায়ার্ন ক্ষুধার্ত বাঘের মতোই ঝাপিয়ে পড়বে বলে তিনি শিষ্যদের সতর্ক করে দিয়েছেন। বলেন, ‘ম্যাচটি সহজ হবেনা। নিজেদের মাঠে জিততে মরিয়া থাকবে বায়ার্ন। তবে আমরা ছেড়ে কথা বলবো না। প্রথম লেগে ছেলেরা নিজেদের সামথ্যের প্রমাণ দিয়েছে। আশা করছি এটা বজায় থাকবে।’
 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
May 2016
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া