adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘মেসির একটি পা-ই বার্সার জন্য বাড়তি সুবিধা’

MESIস্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় নিয়েছে বার্সেলোনা। এখন তাদের সামনে রয়েছে দুটি ট্রফির হাতছানি। একটি স্প্যানিশ লা লিগা, অপরটি কোপা দেল রে। এই দুটি ট্রফি জিততে বার্সার জয়ের বিকল্প নেই। কোনো ম্যাচে হোঁচট খেলেই বিপদ! লিওনেল মেসি ছন্দে ফেরায় কাতালানদের শিরোপা জয়ের ব্যাপারে আশাবাদী এডগার ডেভিডস।

নেদারল্যান্ড ও জুভেন্টাসের সাবেক তারকা মিডফিল্ডার মনে করেন, মেসি দলে থাকাই বার্সার জন্য বড় সুবিধা। এমনকি তার এক পা-ই সাফল্য এনে দিতে পারে লুইস এনরিকের দলকে! ডেভিডস বলেন, ‘বার্সেলোনার জন্য এখন জয়ই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেটা মেসিকে নিয়ে হোক, আর তাতে ছাড়াই হোক। তবে মেসি মাঠে থাকা দলের জন্য সহায়ক। এমনকি মেসির একটি পা-ই বার্সার জন্য বাড়তি সুবিধা!’
এডগার ডেভিডস

২০০৪ সালে ধারে বার্সেলোনায় খেলতে এসেছিলেন ডেভিডস। কাতালানদের হয়ে ১৮টি ম্যাচ খেলে নামের পাশে একটি গোলও যোগ করেছেন তিনি। সাবেক এই তারকা ফুটবলার আশাবাদী, মৌসুমের বাকিটা দারুণ কাটবে মেসির। বার্সাও থাকবে জয়ের ধারায়।

এদিকে ফর্মে থাকা লুইস সুয়ারেজের প্রশংসা করতেও ভুল করেননি ডেভিডস। বলেন, ‘আমরা আশা করতেই পারি, মেসি আবারো সেরা ছন্দে ফিরবে। তার সঙ্গে সুয়ারেজের বোঝাপড়াটা ভালো। আপনি দেখবেন, চাপের মাঝেও সুয়ারেজ নিজেকে মেলে ধরতে পারে। তাকে সব ক্লাবই চাইবে বলে আমি মনে করি।’

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া