adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নাসিম বললেন – ইনুর জাসদ নিয়ে বেকায়দায় ১৪ দল

2016_03_25_13_55_23_R34urXnQgl6h07cREetR589gABLkJW_originalডেস্ক রিপোর্ট : জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) নিয়ে সরকার সমর্থক ১৪ দলীয় জোট সমস্যার মধ্যে আছে বলে স্বীকার করলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম। ঐক্যবদ্ধ থাকার জন্য জোটের পক্ষ থেকে তাদের চাপ দেয়ারও আহ্বান জানিয়েছেন তিনি।
 
৩১ মার্চ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচার মুক্তিযোদ্ধা জাদুঘরে স্বাধীনতা দিবস উপলক্ষে গনতন্ত্রী পার্টির এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
 
নাসিম বলেন, জাসদ নিয়ে আমরা একটু সমস্যার মধ্যে আছি। সামনে সাংবাদিক বন্ধুরা আছেন তবুও বলছি, জাসদকে আপনারা চাপ দিন যাতে ঐক্যবদ্ধ থাকে।
 
তিনি আরো বলেন, কোনো অসাম্প্রদায়িক জোট এভাবে টিকে থাকতে পারে না। আমরা যেভাবে পারছি। এটা চৌদ্দ দলের ঐক্যবদ্ধ থাকা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ ভূমিকার কারণেই সম্ভব হয়েছে। অসাম্প্রদায়িকতার ক্ষেত্রে কারো সাথে কোনো আপোষ করা হবে না।
 
গণতন্ত্রী পার্টির সভাপতি ব্যারিস্টার আরশ আলীর সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের সভাপতি রেজাউর রশিদ চৌধুরী, কমিউনিষ্ট কেন্দ্রের আহ্বায়ক ওয়াহীদুল ইসলাম খান, গণ আজাদী লীগের সাধারণ সম্পাদক এস কে শিকদার সহ চৌদ্দ দলের কেন্দ্রীয় নেতারা।  

উল্লেখ্য, দলীয় কর্তৃত্ব নিয়ে দ্বন্দ্বের জেরে দুই ভাগ হয়ে গেছে সরকারের তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর দল জাসদ। এমপি মইনুদ্দীন খান বাদলের নেতৃত্বে একটি অংশ এখন প্রতীক নিয়ে রীতিমতো আইনি পদক্ষেপ নেয়ার হুমকি দিয়েছে। তবে ইনু বলছেন, এরা জঙ্গিবাদকে উসকে দিতে চাইছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া