adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশ-ভারত ম্যাচ নিয়ে তদন্ত দাবি পাক ক্রিকেটার তৌসিফ আহমেদের

India31459059245স্পোর্টস ডেস্ক :  টি-টোয়েন্টি বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে স্বাগতিক ভারতের কাছে নাটকীয় ভাবে হারে বাংলাদেশ। বাংলাদেশ ইনিংসের শেষ ওভারের শেষ তিন বলে ড্রয়ের জন্য দরকার ছিল মাত্র ১রান। কিন্তু সেটি তুলতে ব্যর্থ হওয়ায় এই ম্যাচের দিকে সন্দেহের আঙ্গুল তুলেছেন অনেকেই। আইসিসির দুর্নীতি দমন ইউনিটের ম্যাচটি নিয়ে তদন্ত করা উচিত বলে মনে করছেন পাকিস্তানের প্রাক্তন স্পিনার তৌসিফ আহমেদ।

মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহর মতো দুই অভিজ্ঞ ব্যাটসম্যান থাকা সত্ত্বেও কেন ১ রানে হারতে হলো বাংলাদেশকে। কেন পরপর তিন বলে তিন ব্যাটসম্যান সাজঘরে? সেটা নিয়ে এখন নানা প্রশ্ন ক্রিকেট মহলে। তাই এই  ম্যাচটির তদন্তের দাবি করছেন তৌসিফ আহমেদ।

পাকিস্তানের হয়ে ৩৪ টি টেস্ট ও ৭০ টি ওডিআই ম্যাচ খেলা তৌসিফ জিও সুপার চ্যানেলকে বলেন, ‘ম্যাচটি যেভাবে শেষ হয়েছে আমার দৃষ্টিতে তা স্বাভাবিক নয়। আমি মনে করি আইসিসির উচিত ম্যাচটি তদন্তের নির্দেশ দেয়া।’

বাংলাদেশ ভারতের বিপক্ষে শেষ ৩ বলে ৩ উইকেট হারিয়ে নিশ্চিত জয়ের ম্যাচটি ১ রানে হেরে যায়। এটি ইঙ্গিত করে তৌসিফ বলেন, ‘বাংলাদেশ এখন আর অনভিজ্ঞ দল নয়। তাদের অভিজ্ঞ ব্যাটসম্যান ক্রিজে ছিলেন। আমি বুঝতেই পারছি না তারা প্রথমে ম্যাচটি ড্র না করে কিভাবে বড় শট খেলার ঝুঁকি নিতে পারলেন।’

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া