adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে বাংলাদেশ সরাসরি  খেলবে

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ থেকে খালি হাতে দেশে ফিরেছে বাংলাদেশ দল। অস্ট্রেলিয়ার কাছে মূল পর্বের শেষ ম্যাচে হেরে যাওয়ায় টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের নয় নম্বরে অবস্থান হয়েছিল টাইগারদের। তাতে শঙ্কা জেগেছিল আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে আবারও বাছাই পর্বে খেলার।
অবশেষে বাছাই পর্বের ঝামেলা আর পোহাতে হচ্ছে না টাইগারদের। অস্ট্রেলিয়ার কাছে ওয়েস্ট ইন্ডিজের হারাতে নিশ্চিত হয়ে গেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের পরের আসরে বাংলাদেশের সুপার টুয়েলভে খেলা।
শনিবার (৬ নভেম্বর) আবুধাবিতে চলতি বিশ্বকাপের শেষ ম্যাচ খেলেছে উইন্ডিজ। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা অজিদের কাছে হেরেছে ৮ উইকেটে। ১৫৭ রানের লক্ষ্য টপকাতে নেমে অজিরা ২২ বল বাকি থাকতেই জিতে নেয় ম্যাচ।
এই হারে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা প্রথমবারের মতো খেলতে হবে আসন্ন অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাথমিক পর্ব আর ক্যারিবীয়দের হারে প্রথমবারের মতো প্রাথমিক পর্ব এড়াল বাংলাদেশ।
আইসিসি আগেই জানিয়ে দেয় চলতি আসরে ১২ দলের মধ্যে আটটি দল সরাসরি বিশ্বকাপের মূল পর্বে খেলবে। সে অনুযায়ী ৯ নম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে প্রাথমিক পর্বে শ্রীলঙ্কা, স্কটল্যান্ড ও নামিবিয়াকে খেলতে হবে।
আইসিসির রেটিং পয়েন্ট অনুযায়ী ২৩৪ নিয়ে ওয়েস্ট ইন্ডিজ ছিল আট নম্বরে। একই রেটিং পয়েন্ট নিয়ে নয় নম্বরে ছিল বাংলাদেশ। এখন উইন্ডিজ অস্ট্রেলিয়ার কাছে হেরে যাওয়ায় ১ রেটিং পয়েন্ট কমে ২৩৩ পয়েন্ট নিয়ে চলে গেছে ৯ নম্বরে। ২৩৪ পয়েন্ট নিয়ে আটে উঠে এসেছে টাইগাররা।
ওয়েস্ট ইন্ডিজের হারে শুধু বাংলাদেশ নয়, ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ নিশ্চিত হয়েছে আফগানিস্তানেরও। আফগানরা ২৩৫ রেটিং পয়েন্ট নিয়ে রয়েছে র‌্যাঙ্কিংয়ের সাত নম্বরে। বাংলাদেশ ছাড়াও আগামী বছর বিশ্বকাপে সরাসরি মূল পর্বে খেলবে ইংল্যান্ড, পাকিস্তান, ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং আফগানিস্তান।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2021
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া