adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

স্বাধীনতা পদক নিলেন নির্মলেন্দু গুণসহ ১৫ জন

PM-PICনিজস্ব প্রতিবেদক : রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ২৪ মার্চ বৃহস্পতিবার স্বাধীনতা পদক ২০১৬ প্রদান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ বছর স্বাধীনতা পদক পেয়েছেন-অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বস্ত্র ও পাটমন্ত্রী মুহা. ইমাজ উদ্দিন প্রমাণিক, মরহুম বিজ্ঞানী মাকসুদুল আলম, সংঙ্গীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা, নির্মলেন্দু গুণ, সৈয়দ হাসান ইমামসহ ১৫ বিশিষ্ট ব্যক্তি এবং বাংলাদেশ নৌবাহিনী।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গঠনের দিকে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। এরই মধ্যে প্রায় ৫ কোটি মানুষ দারিদ্র্য সীমা থেকে উঠে এসেছে। আমরা ভিশন ২০২১ লক্ষ্যমাত্রা ধরেই এগিয়ে যাচ্ছি।’
পদকপ্রাপ্তদের সবার পক্ষ থেকে অনুভূতি জানিয়ে বক্তব্য রাখেন সৈয়দ হাসান ইমাম। তিনি বলেন, ‘বাংলাদেশ সরকারের সর্বোচ্চ অসামরিক পদক স্বাধীনতা পদক দেওয়ায় আমরা বাংলাদেশ সরকারের কাছে কৃতজ্ঞ। মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করে বঙ্গবন্ধুর সোনার বাংলা নির্মাণের লক্ষ্যে আজীবন কাজ করব এবং এ পদকের সম্মান রক্ষা করব।’
পদক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের বিশিষ্ট নাগরিক ও মন্ত্রিপরিষদের সদস্যরা।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া