adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

খুলনায় রূপালী ব্যাংক থেকে গ্রাহকের ২৩ লাখ টাকা হাওয়া

rupaliডেস্ক রিপোার্ট : নগরীর রূপালী ব্যাংক করপোরেট শাখা থেকে সাড়ে ২৩ লাখ টাকা খোয়া গেছে। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে এই ঘটনা ঘটে। এ ঘটনায় খুলনা সদর থানায় মামলা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে নগরীর বাগমারা এলাকার বাসিন্দা শেখ মো. ইমরান উদ্দিন তার মা চাঁদ সুলতানাকে সঙ্গে নিয়ে ব্যাংকে হিসাব খুলতে যান। তারা আল আরাফা ব্যাংক থেকে সাড়ে ২৩ লাখ টাকা উত্তোলন করেন। সেই টাকার ব্যাগটি নিয়ে রূপালী ব্যাংকে গিয়ে পাশে রেখে অন্য কাজ করছিলেন। এক পর্যায়ে সেটি আর খুঁজে পাননি। এ ঘটনায় সদর থানায় মামলা হয়েছে যার নম্বর-১১।
রূপালী ব্যাংক শামস বিল্ডিং শাখা (করপোরেট শাখা) ব্যবস্থাপক মাহমুদুল ইসলাম জানান, জনৈক নারী আল আরাফা ব্যাংক থেকে টাকা উত্তোলন করে রূপালী ব্যাংকে এসেছিলেন হিসাব খুলতে। ওই নারীর ছেলে সোফা সেটে বসে পাশে টাকার ব্যাগ রেখে কাজ করছিলেন। এক পর্যায়ে পাশে থাকা এক ব্যক্তি টাকার ব্যাগ নিয়ে সটকে পড়ে। ঘটনাটি সিসি টিভিতে রেকর্ড রয়েছে। সে ফুটেজ পুলিশকে সরবরাহ করা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক হোসেন আল মাহবুব জানান, খোয়া যাওয়া টাকা এখনও উদ্ধার হযনি। ঘটনার তদন্ত চলছে।
খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস বলেন, নগরীর রূপালী ব্যাংক করপোরেট শাখা থেকে হিসাব খুলতে আসা এক ব্যক্তির সাড়ে ২৩ লাখ খোয়া গেছে এমন ঘটনায় মামলা হয়েছে।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2015
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া