adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মাহমুদউল্লাহর জন্য ব্যাথিত ধোনি

Dhoniস্পোর্টস ডেস্ক : বাংলাদেশ দলে তিনি একজন ভালো ফিনিশার; ক্রিকেট বিশ্বে মাহমুদউল্লাহ্ রিয়াদের পরিচয়টা এখন এমনই দাঁড়িয়ে গেছে। সাম্প্রতিক সময়ে ঠাণ্ডা মাথায় ব্যাটিং করে দলকে কাঙ্ক্ষিত বন্দরে টেনে নিয়ে সকলের প্রশংসা কুড়িয়েছেন তিনি। কিন্তু সেই মাহমদুউল্লাহ রিয়াদই ২৩ মার্চ বুধবার রাতে হয়তো বা ক্রিকেট জীবনের সবচেয়ে বড় বোকামিটা করে বসেছেন! যে বোকামির কারণে বাংলাদেশ বঞ্চিত হয়েছে এক ঐতিহাসিক জয় পাওয়া থেকে। আর তার নিজেকে দাঁড়াতে হয়েছে অপরাধারী কাঠ গড়ায় (ভক্তদের কাছ, নিজের কাছে তো বটেই)। তবে মাহমুদউল্লাহর জন্য সমবেদনা অনুভব করেছেন ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। একজন ভালো ফিনিশার হিসেবে মাহমুদউল্লাহর জন্য এটা বড় একটি শিক্ষণীয় বিষয় বলেও মনে করেন তিনি।
টি-২০ বিশ্বকাপ ক্রিকেটে ভারতের দেওয়া ১৪৭ রানের টার্গেট তাড়া করে ম্যাচটি প্রায় জিতেই যাচ্ছিল বাংলাদেশ। শেষ ৩ বলে প্রয়োজন ছিল মাত্র ২ রান। হাতে ছিল ৪ উইকেট। ওই অবস্থায় ক্রিজে ছিলেন মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদের মতো দুই অভিজ্ঞ ও সিনিয়র ব্যাটসম্যান। কিন্তু ‍মুশফিক বাতাসে বল ভাসিয়ে বাউন্ডারি পার করতে গিয়ে আউট হয়ে গেলেন। ২ বলে প্রয়োজন তখন ২ রান। স্ট্রাইকে মাহমুদউল্লাহ। তার মতো একজন ভালো ফিনিশার স্ট্রাইকে থাকায় তখন ভারতও ধরে নিয়েছিল যে ম্যাচটি তারা হেরে যাচ্ছে। বিশেষত মুশফিকের মতো তিনিও বাউন্ডারির মারতে যাওয়ার ভুল করবেন না, বরং সিঙ্গেল নিয়ে ম্যাচটাকে অন্তত টাই করে নিবেন। ভারতীয়দেরও বিশ্বাস ছিল এমনটাই। কিন্তু ভুল করলেন মাহমুদউল্লাহ। মুশফিকের মতো তিনি বাতাসে বল ভাসিয়ে বাউন্ডারি মারতে গিয়ে পরের বলেই আউট! ম্যাচটা তখনই যেন হেরে গেল বাংলাদেশ। আর মাহমুদউল্লাহর বোকামিটা খুব বেশি স্পষ্ট হয়ে উঠল বাংলাদেশ ম্যাচটি ১ রানে হেরে যাওয়ায়।
ম্যাচ শেষে মাহমুদউল্লাহর জন্য সমবেদনা প্রকাশ করে ধোনি (যিনি নিজেও একজন দুর্দান্ত ফিনিশার) বলেছেন, ‘কখনো কখনো এমনটা হয়ে থাকে যে আপনি বিগ শট খেলে ম্যাচটা শেষ করে দিতে চাইবেন। বিশেষ করে যখন হাতে উইকেট থাকে তখন আপনি ভাবতেই পারেন যে আপনি ব্যর্থ হলে এরপর তো ম্যাচ শেষ করার মতো কেউ না কেউ আছেই। আর যখন আপনি ব্যাটিং ভালো করবেন তখন আপনি শট খেলতে চাইবেনই। মাহমুদউল্লাহর জন্য এটা একটি শিক্ষণীয় বিষয়। সব ফিনিশারের ক্ষেত্রেই এমনটা ঘটে থাকে। ক্রিকেটের বাস্তবতা আসলে এমনই। যদি ওটা (বিগ শটটি) ছক্কা হতো তাহলে দারুণ প্রশংসা পেতেন। আপনার সাহস দেখে সবাই ধন্য ধন্য করতো। কিন্তু ব্যর্থ হলে এর বিপরীত অবস্থায় পড়তে হয়।’
এদিকে, ভারতের তারকা স্পিনার ও ম্যাচ সেরার পুরস্কার জেতা রবিচন্দ্রন অশ্বিন মনে করেন, ওই সময় ম্যাচে যে টানটান উত্তেজনা ভর করেছিল সেই চাপেই মাহমুদউল্লাহ রিয়াদ ওই শটটি খেলে ফেলেছিলেন। অশ্বিন বলেছেন, ‘মাহমুদউল্লাহর শটটি ছিল চাপের কারণে। তবে জাদেজার কৃতিত্ব এটি যে সে দারুন একটি ক্যাচ ধরে ম্যাচটি আমাদের পক্ষে এনে দিয়েছে।’

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া