adv
১৩ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ইডেনের চোঁখে জল, মুখ কালো কলকাতার

Aqua Star II_20160319_170752ইডেন গার্ডেন কলকাতা থেকে 
জহির ভূইয়া ঃ
পাক-ভারত ক্রিকেট মহা যুদ্ধের আয়োজন বলতে সব সম্পন্ন। শুধু মাঠে বল গড়ানোর পালা। কিন্তু সকাল থেকেই কলকাতার আকাশ থেকে জল পড়তে শুরু করেছে। সকাল ১০টার পর থেকে কলকাতা শহরের আকাশ কেঁদে উঠে। আতঙ্কিত হয়ে পড়ে বিশ্ব ক্রিকেট ভক্তরা। তাহলে কি বিশ্বের সবচেয়ে দামী যে ম্যাচ সেই পাক-ভারত ম্যাচ তাও ২০১৬ টি২০ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে না!

দুপুরের আগ থেকে আকাশ হেসে উঠে। হেসে উঠে কলকাতা শহরের মানুষ গুলো আর দুনিয়ার বিভিন্ন দেশ থেকে আসা ক্রিকেট ভক্ত আর সাংবাদিক, কর্মকর্তারা। কিন্তু সন্ধ্যা নাগাদ আতঙ্ক আবারও ছড়িয়ে পড়ে। বিকেলের পর থেকেই ইডেনের চোঁখে থেকে জল পড়তে শুরু করে। কলকাতা বাসীর মুখ কালো হয়ে উঠে। সাড়ে ৫টার পরও বৃস্টি নামের জল পড়া অব্যাহত ছিল ইডেনের আকাশে। তবে ইডেনের গ্রাইন্ডকর্মীরা পুরো মাঠই কাভার দিয়ে ঢেকে রেখেছিল। এবং আশার কথা যে বৃস্টির জোরটা বেশি মাত্রায় ছিল না। কিন্তু সময়ের তালে তালে বৃস্টিও আক্রমন বাড়তে শুরু করে। অপেক্ষার পালা বৃস্টিও আক্রমন থামবে তো! 
 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া