adv
২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আইএস পরিকল্পিত গণহত্যা চালাচ্ছে : যুক্তরাষ্ট্র

isআন্তর্জাতিক ডেস্ক : জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) পরিকল্পিত গণহত্যা চালাচ্ছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি এ কথা বলেছেন।
 
বিবিসি অনলাইনের এক খবরে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়েছে।
 
জন কেরি বলেছেন, ইয়াজিদি, খ্রিষ্টান ও শিয়া মুসলিমদের বিরুদ্ধে আইএস গণহত্যা চালাচ্ছে। ঘোষণা দিয়ে, আদর্শের কারণে এবং তাদের কর্মকা-ের মধ্য দিয়ে এ গণহত্যা চালাচ্ছে আইএস।
 
কেরির এ ঘোষণার পর মধ্যপ্রাচ্যের নীতিতে তারা কোনো পরিবর্তন আনছেন কি না, তা নিয়ে কিছু বলেননি তিনি। তবে আইএসের এ হত্যাকা-ের বিরুদ্ধে নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানিয়েছেন কেরি। আইএসের অপরাধগুলো গুরুত্বর। তবে তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ তাদের থামানো।
 
জন কেরি আরো বলেন, ইরাক ও সিরিয়ায় যেসব এলাকা তাদের নিয়ন্ত্রণে সেসব এলাকায় মানবতার বিরুদ্ধে চালানো অপরাধের দায় নিতে হবে আইএসকে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়, গোয়েন্দা টিমগুলো এবং অন্যান্য সূত্র থেকে আইএসের অপরাধের বিষয়ে যথেষ্ট তথ্য পাওয়ার পর কেরি এসব কথা বলেছেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া