adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

একদিনে ভারতে রেকর্ড ৫০ হাজার করোনা রোগী শনাক্ত

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে প্রথমবার একদিনে ৫০ হাজারের বেশি মানুষ কভিড-১৯ পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন বলে জানিয়েছে দেশটির ইংরেজি দৈনিক টাইমস অব ইন্ডিয়া। সংবাদমাধ্যমটির অনলাইন সংস্করণের হিসাব অনুযায়ী, সোমবার সকাল নাগাদ মোট শনাক্ত রোগীর সংখ্যা ১৪ লাখ ছাড়িয়ে গেছে।

টাইমস অব ইন্ডিয়া এই হিসাব দিয়েছে রাজ্যগুলো থেকে পাওয়া রবিবারের সংখ্যা যোগ করে। দিনভিত্তিক সরকারি হিসাবের ঘোষণা এখনো আসেনি।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের হিসাব অনুযায়ী, আক্রান্ত ও মৃতের তালিকায় তিন নম্বরে থাকা ভারতে মোট ১৪ লাখ ৩৬ হাজার ১৯ জন কভিড-১৯ পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন, মৃত্যু ৩২ হাজার ৮১২ জনের। বিপরীতে সুস্থ হয়েছেন ৯ লাখ ১৮ হাজার ৭৩৫ জন।

শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে ৪৩ লাখ ৭১ হাজার ৫০০ জন পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। মারা গেছেন ১ লাখ ৪৯ হাজার ৮৪৫ জন। বিপরীতে মোট সুস্থ হয়েছেন ২০ লাখ ৯০ হাজার ১২৯ জন।

নতুন এই রোগটি থেকে গোটা পৃথিবীতে এখন পর্যন্ত সেরে উঠেছেন এক কোটি ৩৭ হাজার ৬৩৭ জন। বিপরীতে মারা গেছেন ৬ লাখ ৫১ হাজার ৬৭৪ জন। মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৬৪ লাখ ৫ হাজার ২০৪ জন।

দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট আক্রান্ত ২৪ লাখ ১৯ হাজার ৯০১ জন। সুস্থ হয়েছেন ১৬ লাখ ৩৪ হাজার ২৭৪ জন।

রাশিয়ায় এখন পর্যন্ত ৮ লাখ ১২ হাজার ৪৮৫ জন রোগী শনাক্ত হয়েছেন। মারা গেছেন ১৩ হাজার ২৬৯ জন।

পাঁচ নম্বরে থাকা দক্ষিণ আফ্রিকায় ৪ লাখ ৪৫ হাজার ৪৩৩ জন শনাক্ত হয়েছেন। দেশটিতে মারা গেছেন ৬ হাজার ৭৬৯ জন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া