adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সবাইকে পেছনে ফেলে শীর্ষে সাব্বির

SABBIRস্পাের্টস ডেস্ক : ক্রিকেট বিশ্বে হার্ড-হিটার ব্যাটসম্যানদের তালিকায় অনেক ব্যাটসম্যানের নাম প্রথম দিকে চলে আসবে। সেখানে বাংলাদেশের ব্যাটসম্যানদের নাম নিচের দিকে থাকবে-এমনটাই অনেকের ধারণা। কিন্তু সব ধারণাকে পাল্টে দিলেন বাংলাদেশের ব্যাটসম্যান সাব্বির রহমান। ২০১৬ সালে আন্তর্জাতিক টি২০’তে সর্বোচ্চ রান স্কোরারদের তালিকায় সবাইকে পেছনে ফেলে শীর্ষে উঠে এসেছেন তিনি।

সদ্য সমাপ্ত এশিয়া কাপ টি-টোয়েন্টি আসরের সবচেয়ে বেশি রান সংগ্রাহকের পুরস্কার জিতেছিলেন সাব্বির রহমান। পাঁচ ম্যাচে সংগ্রহ করেন ১৭৬ রান। সর্বশেষ ওমানের বিপক্ষে ম্যাচেও ৪৪ রান করেন। এর সুবাদেই টি-টোয়েন্টিতে ২০১৬ সালের সর্বোচ্চ রানের মালিক এখন তিনি।

২০১৬ সালে খেলা ১২টি টি-টোয়েন্টি ম্যাচে সাব্বিরের রান ৩৮৮। দ্বিতীয়তে থাকা মাসাকাদজার রান ৩৬১। তৃতীয় স্থানে থাকা বিরাট কোহলি এ বছর টি-টোয়েন্টিতে রান করেছেন ৩৫২। চারে রয়েছেন আরেক ভারতীয় ব্যাটসম্যান রোহিত শর্মা। তার রান ৩৩৭।

সবশেষ প্রকাশিত আইসিসির টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের হয়ে ব্যাটসম্যান তালিকায় শীর্ষে সাব্বির রহমান। ক্যারিয়ার সেরা র্যাং কিংয়ে টাইগারদের ডানহাতি এ ব্যাটসম্যান রয়েছেন তালিকায় ১৮ নম্বরে। ওমানের বিপক্ষে ৪৪ রানের অনবদ্য ইনিংস খেলে সাব্বির নিজেকে দুইধাপ এগিয়ে এনেছেন।

সাব্বিরের পর টাইগারদের হয়ে ব্যাটসম্যান তালিকায় রয়েছেন সাকিব আল হাসান। ব্যাট হাতে সময়টা ভালো না যাওয়া সাকিব চারধাপ পিছিয়ে রয়েছেন ২৯ নম্বরে। বাছাইপর্বে অসাধারণ ব্যাটিং করা তামিম ইকবাল ১৯ ধাপ এগিয়ে বর্তমানে রয়েছেন ৩৩ নম্বরে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া