adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ফখরুলের জামিনের মেয়াদ বাড়লো

fffনিজস্ব প্রতিবেদক : পল্টন থানার নাশকতার তিন মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে হাইকোর্টের দেয়া জামিনের সময় ১৫ দিন বাড়ানো হয়েছে।

প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ সোমবার এ আদেশ দেন। আগামী ১৫ দিন পর জামিনের মেয়াদ শেষ হলে তাকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করে আবারো জামিন চাইতে হবে।

আজ আদালতে ফখরুলের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন। সঙ্গে ছিলেন অ্যাডভোকেট সগীর হোসেন লিওন। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। 

এর আগে ২০১৫ সালের ৫ জানুয়ারিকে ঘিরে বিএনপির নেতৃত্বধীন ২০ দলীয় জোটের আন্দোলনের সময় নাশকতার অভিযোগ এনে পল্টন থানায় মামলা করে পুলিশ। এ সকল মামলায় মির্জা ফখরুলের আবেদেন পরিপ্রেক্ষিতে হাইকোর্ট তিন মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেন এবং তাকে কেন স্থায়ী জামিন দেয়া হবে তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত।

এ আদেশের বিরুদ্ধে আপিলে যায় রাষ্ট্রপক্ষ শুনানি করে আপিল বিভাগ রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাকে জামিন দেন। এবং জামিনের মেয়াদ শেষে আত্মসমর্পণ করতে নির্দেশ দেন। এছাড়াও হাইকোর্টের রুল নিষ্পত্তি করতে বলেন।

এরপর ফখরুল হাইকোর্টের জামিনরে মেয়াদ চ্যালেঞ্চ করে আপিলে বিভাগে লিভ টু আপিল দায়ের করেন। কয়েকবার শুনানী করে আজ আপিল বিভাগ এ আদেশ দেন।

ফখরুলের আইনজীবীদের দাবি, রুল নিষ্পত্তির মাধ্যমে সাধারণত মামলার বিচার শেষ না হওয়া পর্যন্ত জামিন হয়। কিন্তু এখানে মাত্র তিনমাসের জামিন দেয়া হয়েছে। এ কারণে হাইকোর্টের আদেশ চ্যালেঞ্জ করে মির্জা ফখরুল গত ৭ জানুয়ারি লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করেন।

গত ১৫ ফেব্রুয়ারি এ আবেদনের শুনানি শেষে চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী আবেদনটি ১৮ ফেব্রুয়ারি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেন। শুনানি করে আজ আপিল বিভাগ এ আদেশ দেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2016
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
29  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া