adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সুন্দরীদের নিয়ে অশালীন মেইলে সিইওর পদত্যাগ

C N Nবিনােদন ডেস্ক : সুন্দরী প্রতিযোগিতার প্রতিযোগীদের নিয়ে আপত্তিকর ও অশালীন মেইল চালাচালির অভিযোগে মিস আমেরিকা অর্গানাইজেশনের (এমএও) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সাম হাসকেলসহ তিনজনকে পদত্যাগ করতে হয়েছে।

রোববার সিএনএনের প্রতিবেদনে বলা হয়, গত বৃহস্পতিবার সুন্দরী প্রতিযোগিতার প্রতিযোগীদের নিয়ে যৌনতা সম্পর্কিত অশালীন মেইল ফাঁসের প্রতিবেদন উপস্থাপন করা হয়। তখন সিদ্ধান্ত হয় তাঁদের সাময়িক বরখাস্ত করার। এর দুই দিন পর গতকাল শনিবার সংস্থাটির সিইও সাম হাসকেলসহ তিনজন পদত্যাগ করেন।

মিস আমেরিকা অর্গানাইজেশনের পরিচালনা পর্ষদের অন্তর্র্বতী চেয়ারম্যান ডান মেয়ারস এক বিবৃতিতে জানিয়েছেন, সংস্থা থেকে সিইও সাম হাসকেল, প্রেসিডেন্ট জোশ রান্ডেল ও পরিচালনা পর্ষদের চেয়ারম্যান লিন ওয়েন্ডার পদত্যাগ করেছেন। তাঁদের পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, সুন্দরীদের নিয়ে নিজেদের মধ্যে অশালীন মেইল চালাচালির বিষয়টি গত বৃহস্পতিবার হাফিংটন পোস্টে প্রকাশিত হয়। সেখানে বলা হয়, সাম হাসকেল, জোশ রান্ডেল, সংস্থাটির সাবেক স্ক্রিপ্টরাইটার লুইস ফ্রিডমান, লিন ওয়েন্ডার ও টামি হাদাদ এসব কাজে যুক্ত ছিলেন।

২০১৩ সালে মিস আমেরিকার মুকুট জয়ী মালোরি হাগানসহ বেশ কয়েকজন সাবেক মিস আমেরিকা সম্প্রতি অশালীন যৌনবার্তার মেইল পাঠানোর অভিযোগ তুলে সিইও সাম হাসকেলের পদত্যাগ দাবি করেন। এর পরিপ্রেক্ষিতেই নড়েচড়ে বসে সংস্থাটি। তদন্তে নেমে দেখা যায়, অভিযোগ সত্য। এর জের ধরে সাম হাসকেলসহ ওই তিন কর্মকর্তা পদত্যাগ করলেন।
হলিউডের প্রযোজক হার্ভে ওয়েনস্টেইনের বিরুদ্ধে সম্প্রতি যৌন হয়রানির অভিযোগ ওঠার পর সারা বিশ্বে ঘটে যাওয়া যৌন হয়রানির ঘটনাগুলো সামনে চলে আসছে। যেসব নারী ও পুরুষ যৌন হয়রানির শিকার হয়েছেন, তাঁরা সামাজিক যোগাযোগের মাধ্যমে হ্যাশট্যাগ ‘#মি টু’ দিয়ে সেই তিক্ত অভিজ্ঞতার কথা প্রকাশ করছেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2017
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া