adv
১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিশ্ব চ্যাম্পিয়নরা ইমরানের শপথ অনুষ্ঠানে থাকবে

স্পাের্টস ডেস্ক : পাক ক্রিকেট থেকে রাজনীতির সর্বোচ্চ মঞ্চ। কিছুদিনের মধ্যেই পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন ইমরান খান। সুত্রের খবর, শপথ অনুষ্ঠানে ১৯৯২ বিশ্বকাপ জয়ী অধিনায়ক আমন্ত্রণ জানাতে চলেছেন বিশ্ব চ্যাম্পিয়ন দলের সকল সদস্যকে।

দেশের ১১তম সাধারণ নির্বাচন জিতে ২২তম পাক প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন ইমরান আহমেদ খান নিয়াজি। ১৯৯২ বিশ্বকাপ জয়ী ক্রিকেট অধিনায়কের হাতেই উঠতে চলেছে এবার পাকিস্তানের শাসনভার। সাধারণ নির্বাচনে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ একক সংখ্যাগরিষ্ঠ না-পেলেও পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে ইমরানের শপথ নেওয়া এখন শুধু সময়ের অপেক্ষা।

ইমরানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ দলের মুখপাত্র ফয়াদ চৌধুরী জানান, আইনি সমস্যার কারণে এখনও শপথ অনুষ্ঠানের দিনক্ষণ স্থির হয়নি। সেই কারণে আমন্ত্রীতদের এখনও আমন্ত্রণ পাঠানো হয়নি। তবে ইমরান চান, শপথ অনুষ্ঠানে থাকুক ১৯৯২ বিশ্বকাপ জয়ী দলের সদস্যরা।

২৫ মার্চ, ১৯৯২ মেলবোর্নে ইংল্যান্ডকে ২২ রানে হারিয়ে বিশ্বকাপ হাতে নিয়ে পাকিস্তান ক্রিকেটকে নতুন স্বপ্ন দেখিয়েছিলেন ইমরান। আর ২৬ জুলাই, ২০১৮ সাধারণ নির্বাচন জিতে দেশকে নতুন স্বপ্ন দেখাতে চলেছেন ৬৬ বছরের পাক ‘তরুণ’। ব্যাট ও বল হাতে হাজারও নারীর মন কেড়েছেন। এবার কঠোর হাতে দেশবাসীর মন জয় করার সংকল্প ইমরানের গলায়।

২১ বছর পর রাজনীতির ময়দানে দুঁদে হয়ে উঠে অন্যদের মাঠের বাইরে পাঠিয়ে দেন ইমরান। তার বাউন্সারে ভোটের ময়দানে এবার পিপিপি, পিএমএল এবং পিএমএল-এন দলকে নক-আউট করে দেয় ইমরানের পিটিআই(পাকিস্তান তেহরিক-ই ইনসাফ)।

১৯৯২ বিশ্বকাপ জয়ী পাকিস্তান দলে ছিলেন আমের সোয়েল, রামিজ রাজা, জাভেদ মিয়াঁদাদ, ইমজামাম-উল-হক, ওয়াসিম আক্রম, সেলিম মালিক, ইজাজ আহমেদ, মইন খান, মুস্তাক আহমেদ, আকিব জাভেদ, জাহিদ ফজাল, ওয়াসিম হায়দার, ইকবাল সিকন্দর। আর পাক বিশ্বকাপ জয়ী দলের ম্যানেজার ছিলেন ইন্তিখাব আলম।

পাক বিশ্বকাপ জয়ী দলের সদস্যদের পাশাপাশি ইমরান তার সমসাময়িক ভারতীয় দলের কয়েকজন তারকা ক্রিকেটারকে শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানাতে চান। এই তালিকায় রয়েছেন ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেব, প্রাক্তন ভারত ওপেনার সুনীল গাভাস্কর এবং নবজ্যোত সিং সিধু। তবে এই তালিকায় নাম নেই শচিন টেন্ডুলকারের।

ফয়াদ চৌধুরি জানান, ‘গাভাস্কর, কপিল ও সিধু হলেন ইমরানের ভালো বন্ধু। এদের আমন্ত্রণ জানানো হবে। তবে এদের উপস্থিতি নির্ভর করছে ভারত সরকারের অনুমোদনের উপর। তবে শচিনকে আমন্ত্রণ জানানো হচ্ছে না। কারণ শচিন ইমরানের সমসাময়িক নয়। সুতরাং ওকে আমন্ত্রণ জানানো হচ্ছে না। -কলকাতা২৪

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
August 2018
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া