adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

এশিয়া কাপের সহযোগি ৪ দেশের কাল থেকে ঢাকায় আসা শুরু হবে

Asia cup logo 2016জহির ভূইয়া

অনু-১৯ বিশ্বকাপ শেষ। এবার এশিয়া কাপের সাঁনাই বেঁজে উঠবে। কাল থেকে বিদেশী দল গুলো ঢাকায় পা রাখা শুরু হবে। পরশু-র মধ্যে ৪ আইসিসি সহযোগি দেশ ঢাকা পা রাখবে বলে বিসিবি থেকে নিশ্চিত হওয়া গেছে। ১৯ র্ফেরুয়ালী ফতুল্লার উইকেটে এশিয়া কাপের প্রথম পর্ব বা বাছাই পর্ব মাঠে গড়াবে। আর ২৪ র্ফেরুয়ারী মিরপুরের উইকেটে বসবে এশিয়া কাপের মুল আসর। 
এবার অনুষ্ঠিত হবে টি২০ ফরমেটে। স্বাগতিক বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা আর ভারতের সঙ্গে এই টুর্নামেন্টে অংশ নেবে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) ক্রিকেট খেলুড়ে দুই সহযোগি সদস্য দেশ। 
মুল টুর্নামেন্টে মোট ১১টি ম্যাচ অনুষ্ঠিত হবে। তবে এর আগে ৪ সহযোগি দেশ আফগানিস্তান, হংকং, সংযুক্ত আবর আমিরাত আর ওমান জাতীয় ক্রিকেট দলের মধ্যে লড়াই হবে মুল আসরে কোয়ালিফাই করার। কোয়ালিফাই পর্বের সব গুলো ম্যাচই ফতুল্লার উইকেটে অনুষ্ঠিত হবে। ১৯ র্ফেরুয়ারী থেকে ২২ পর্যন্ত তিন দিনে মোট ৬টি ম্যাচে ৪ সহযোগি দেশ অংশ নেবে। 
১৭-১৮ র্ফেরুয়ারী ৪ দেশ ঢাকায় পা রাখবে বিসিবি থেকে নিশ্চিত করা হয়েছে। দুই সহযোগি দেশ সহ মোট ৬ দেশের মুল এশিয়া কাপ মাঠে গড়াবে ২৪ র্ফেরুয়ারী।
কোয়ালিফাই পর্ব
তারিখ            দলের নাম            ভেন্যু        সময়
১৯ র্ফেরুয়ারী    আফগানিস্তান বনাম সংযুক্ত আবর আমিরাত    ফতুল্লা স্টেডিয়াম    দুপুর ১টা ৩০-৪টা ৪০ মিনিট
১৯ র্ফেরুয়ারী     হংকং-ওমান                ফতুল্লা স্টেডিয়াম    সন্ধ্যা ৬টা-৯টা ১০ মিনিট
২০ র্ফেরুয়ারী    আফগানিস্তান বনাম ওমান            ফতুল্লা স্টেডিয়াম    দুপুর ১টা ৩০-৪টা ৪০ মিনিট
২১ র্ফেরুয়ারী    হংকং বনাম সংযুক্ত আবর আমিরাত        ফতুল্লা স্টেডিয়াম    সন্ধ্যা ৬টা-৯টা ১০ মিনিট
২২ র্ফেরুয়ারী    আফগানিস্তান বনাম হংকং            ফতুল্লা স্টেডিয়াম    দুপুর ১টা ৩০-৪টা ৪০ মিনিট
২২ র্ফেরুয়ারী     সংযুক্ত আবর আমিরাত-ওমান            ফতুল্লা স্টেডিয়াম    সন্ধ্যা ৬টা-৯টা ১০ মিনিট
এশিয়া কাপ মুল পর্ব
তারিখ            দলের নাম        ভেন্যু        সময়
২৪ র্ফেরুয়ারী    বাংলাদেশ বনাম ভারত        মিরপুর স্টেডিয়াম    সন্ধ্যা ৬টা ৩০-১০টা ৪০ মিনিট
২৫ র্ফেরুয়ারী    শ্রীলঙ্কা বনাম কোয়ালিফাইয়ার     মিরপুর স্টেডিয়াম    সন্ধ্যা ৬টা ৩০-১০টা ৪০ মিনিট
২৬ র্ফেরুয়ারী    বাংলাদেশ বনাম কোয়ালিফাইয়ার    মিরপুর স্টেডিয়াম    সন্ধ্যা ৬টা ৩০-১০টা ৪০ মিনিট
২৭ র্ফেরুয়ারী    পাকিস্তান বনাম ভারত        মিরপুর স্টেডিয়াম    সন্ধ্যা ৬টা ৩০-১০টা ৪০ মিনিট
২৮ র্ফেরুয়ারী    বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা         মিরপুর স্টেডিয়াম    সন্ধ্যা ৬টা ৩০-১০টা ৪০ মিনিট
২৯ র্ফেরুয়ারী    পাকিস্তান বনাম কোয়ালিফাইয়ার    মিরপুর স্টেডিয়াম    সন্ধ্যা ৬টা ৩০-১০টা ৪০ মিনিট
০১ মার্চ        শ্রীলঙ্কা বনাম ভারত            মিরপুর স্টেডিয়াম    সন্ধ্যা ৬টা ৩০-১০টা ৪০ মিনিট
০২ মার্চ        বাংলাদেশ বনাম পাকিস্তান        মিরপুর স্টেডিয়াম    সন্ধ্যা ৬টা ৩০-১০টা ৪০ মিনিট
০৩ মার্চ        ভারত বনাম কোয়ালিফাইয়ার        মিরপুর স্টেডিয়াম    সন্ধ্যা ৬টা ৩০-১০টা ৪০ মিনিট
০৪ মার্চ        পাকিস্তান বনাম শ্রীলঙ্কা        মিরপুর স্টেডিয়াম    সন্ধ্যা ৬টা ৩০-১০টা ৪০ মিনিট
০৫ মার্চ বিরতি
০৬ মার্চ ফাইনাল

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2016
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
29  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া