adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কমিটি স্থগিতের পর ফের সংঘর্ষে চবি ছাত্রলীগ

809_Untitled-8ডেস্ক রিপোর্ট : সভাপতি ও সাধারণ সম্পাদকের সমর্থকদের মধ্যে আগের দিনের মারামারির জেরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কমিটি স্থগিত করার এক ঘণ্টার মধ্যে আবারও সংঘর্ষে জড়িয়েছে দুই পক্ষের অনুসারীরা। মঙ্গলবার গভীর রাতে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় সোহরাওয়ার্দী হলের অন্তত চারটি কক্ষে ভাংচুর চালানো হয়েছে বলে নিশ্চিত করেছেন হাটহাজারী থানার ওসি মো. সালাহউদ্দিন। তিনি আরও বলেন, সংঘর্ষের মধ্যে হলের ১১১ থেকে ১১৪ নম্বর কক্ষে ভাংচুর করা হয়। খবর পেয়ে আমরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। তবে এতে কেউ আহত হয়েছে কি না সে বিষয়ে কিছু জানা যায়নি। কাউকে আটকেরও খবর নেই। জানা যায়, ওই হলে ছাত্রলীগের সভাপতি সমর্থক মো. আরাফাতের জন্মদিন উদযাপনকে কেন্দ্র করে সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুসারীরা সংঘর্ষে জড়িয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ক্ষমতাসীন দলের সহযোগী এই সংগঠনের কার্যক্রম গত কয়েক বছর ধরেই শাটল ট্রেনের বগিভিত্তিক আধা ডজন গ্রুপের দলাদলিতে বিপর্যস্ত। সিক্সটি নাইন নামের বগিভিত্তিক একটি গ্রুপ সভাপতি টিপুর অনুসারী হিসেবে পরিচিত। আর সাধারণ সম্পাদক সুজনের সমর্থকদের গ্রুপের নাম বিজয়। আধিপত্য বিস্তারের চেষ্টায় সোমবারও এ দুই পক্ষ সংঘর্ষে জড়ায়, তাতে অন্তত ছয়জন আহত হন, যাদের মধ্যে তিনজন এখনও চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। উল্লেখ্য, গত বছরের ২০ জুলাই কমিটি গঠনের পর সভাপতি আলমগীর টিপু ও সাধারণ সম্পাদক ফজলে রাব্বি সুজনের অনুসারীরা এ নিয়ে চতুর্থ বার সংঘর্ষে জড়াল।  

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2016
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
29  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া