adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

টি-২০ র‌্যাংকিংয়ে মুস্তাফিজ ও সাব্বিরের উন্নতি

mustafizuনিজস্ব প্রতিবেদক : জিম্বাবুয়ে সিরিজের প্রথম দুটি ম্যাচে চার উইকেট পাওয়ায় বোলারদের র‌্যাংকিংয়ে দারুণ উন্নতি হয়েছে মুস্তাফিজের। ৭৮ ধাপ এগিয়েছেন তিনি। অন্যদিকে ব্যাটিংয়ে সাব্বির রহমান এগিয়েছেন ৫৯ ধাপ! ৪ ম্যাচে দলের সর্বোচ্চ ১৪০ রান করে সাব্বির উঠে এসেছেন ক্যারিয়ার সেরা ৭৯ নম্বরে।
৭৮ ধাপ এগিয়ে বাঁহাতি মুস্তাফিজ এখন আছেন ৩৭ নম্বরে। র‌্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন আল আমিন হোসেনও। মুস্তাফিজের মত আল আমিনও জিম্বাবুয়ে সিরিজে ম্যাচ খেলেছেন মাত্র দুটি, নিয়েছেন ৩ উইকেট। ১৫ ধাপ এগিয়ে এই পেসার এখন ৩৫তম।
বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা দুই ধাপ এগিয়ে উঠে এসেছেন ৩৩ নম্বরে। টি-টোয়েন্টিতে বাংলাদেশের ব্যাটিং-বোলিং দুটিরই শীর্ষে সাকিব আল হাসান। ব্যাটিংয়ে তিনি ২২ নম্বরে, বোলিংয়ে দশে।
আর টি-টোয়েন্টি অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে সাকিব সব মিলিয়ে শীর্ষেই আছেন। সাকিবরে পরে আছে পাকিস্তানের শহিদ আফ্রিদি।
বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ র‌্যাঙ্কিংয়ে সুখবর দিয়েছে জিম্বাবুয়ের ক্রিকেটারদেরও। ৪ ম্যাচে ২২২ রান করে সিরিজ-সেরা হওয়া হামিল্টন মাসাকাদজা এগিয়েছেন ১১ ধাপ, ক্যারিয়ারের প্রথমবারের মতো উঠে এসেছেন সেরা দশে (৮)। ৩৯ ধাপ এগিয়ে ৩৯ নম্বরে উঠে এসেছেন ম্যালকম ওয়ালার। সিরিজে ৬ উইকেট নিয়ে গ্রায়েম ক্রেমার এগিয়েছে ৯ ধাপ। এই লেগ স্পিনার এখন ক্যারিয়ার-সেরা পঞ্চম স্থানে। ৪ উইকেটে নিয়ে টেন্ডাই চিসোরো এগিয়েছেন ৮৪ ধাপ। বাঁহাতি স্পিনার এখন ৪৬ নম্বরে।
 

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া