adv
৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

খালেদা বললেন – দেশের মানুষ শাসক গোষ্ঠীর শেকলে বন্দি

kkkkkনিজস্ব প্রতিবেদক : দেশের মানুষ বর্তমানে অবৈধ, নির্দয় শাসক গোষ্ঠীর  শেকলে বন্দি রয়েছেন বলে দাবি করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
 
তিনি বলেন, ‘আজ গায়ের জোরে এদেশে একদলীয় ও একচেটিয়াত্ব প্রতিষ্ঠিত করা হয়েছে। গণতন্ত্র ধ্বংসের পাশাপাশি সামাজিক, রাজনৈতিক স্থিতিশীলতা বিনষ্ট হয়েছে। আইন, বিচার, প্রশাসন, পুলিশ সবকিছু আইন অনুযায়ী নয়, বরং ব্যক্তির ইচ্ছা-অনিচ্ছা অনুযায়ী নিয়ন্ত্রিত হচ্ছে।
 
শহীদ আসাদ দিবস উপলক্ষে মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এসব কথা বলেন খালেদা জিয়া।
 
দলের যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বার্তায় খালেদা জিয়া বলেন, ‘আজকের এই দিনে আমি স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, মানুষের স্বাধীনতা নিশ্চিত ও গণতন্ত্রকে শক্তিশালীকরণই সবচেয়ে জরুরি কাজ বলে মনে করি। এজন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে দেশবাসীসহ সবার প্রতি আহ্বান জানাই।’
 
তিনি বলেন, ‘শহীদ আসাদ দিবস উপলক্ষে’৬৯-এর গণ-আন্দোলনের মহান শহীদ আসাদুজ্জামানের অমলিন স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই। তার রুহের মাগফিরাত কামনা করি। আমাদের স্বাধিকার ও গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে শহীদ আসাদ এক অবিস্মরণীয় নাম। সামরিক স্বৈরশাসনের কবল থেকে গণতন্ত্রকে মুক্ত করতে অকুতোভয় এ বীরসেনানি রাজপথে নিজের জীবন উতসর্গ করেছিলেন। ফলে স্বৈরশাসনের পতন ত্বরান্বিত হয়েছিল; অর্জিত হয়েছিল এ দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার। গণতন্ত্রের জন্য শহীদ আসাদের আত্মদান পরবর্তীকালে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে আমাদের অনুপ্রাণিত করেছে।’
 
খালেদা জিয়া বলেন, ‘একটি স্বাধীন-গণতান্ত্রিক বাংলাদেশের জন্য আমৃত্যু সংগ্রাম করে গেছেন শহীদ আসাদুজ্জামান। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে আমরা যদি এদেশের মানুষের মৌলিক ও মানবিক অধিকারকে সুপ্রতিষ্ঠিত করতে পারি, তাহলেই তার প্রতি দেখানো হবে যথাযথ সম্মান।’

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া