adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বুথে আর টাকার সঙ্কট হবে না

image_65521_0ঢাকা: অটোম্যাটেড ট্রেলার মেশিন (এটএিম) বুথগুলোতে আর টাকার সঙ্কট থাকবে না বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকসহ বাণিজ্যিক ব্যাংকগুলো।

অবরোধে সহিংসতা ও নাশকতায় ঝুঁকি নিয়ে বুথে টাকা রাখছিল না ব্যাংকগুলো। ফলে টাকাশূন্য হয়ে পড়ে বুথ। চরম ভোগান্তিতে পড়েন গ্রাহকরা। গত সোমবার থেকে এ বিড়ম্বনা চরম আকার ধারণ করে। একাধকি বুথ ঘুরেও টাকা তুলতে পারেনি অনেকে।

এ বিষয়টি নজরে আসার পর গতকাল মঙ্গলবার সরকারি বেসরকারি সব ব্যাংকরে বুথে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ দেয় কেন্দ্রীয় ব্যাংক। এমনকি বুথে রাখার জন্য বাংলাদশে ব্যাংক থেকে নতুন টাকা সরবরাহ করারও বিশেষ উদ্যোগ নেয়া হয়। একই সঙ্গে বুথের নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশকে (ডিএমপি) চিঠি দেয় বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, ব্যাংক এবং এটিএম বুথে টাকা সঙ্কট কাটাতে বুধবার ৪৮৬ কোটি টাকা উত্তোলন করেছে বিভিন্ন ব্যাংক। এর মধ্যে ডাচ বাংলা ব্যাংক একাই উত্তোলন করেছে ২৫০ কোটি টাকা। উত্তোলনকৃত এসব টাকার সবই নতুন নোট সরবরাহ করা হয়েছে। এর আগের দিন মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক থেকে এটিএম বুথের জন্য মাত্র ২০০ কোটি টাকা উত্তোলন করা হয়েছিল।

পুলিশের সহায়তায় বুধবার সব ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক থেকে টাকা তুলে এটিএম বুথে রেখেছে। ফলে বুধবার থেকে আর এটিএম বুথে টাকার সঙ্কট হবে না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তারা।

বাংলাদেশে বড় অংকের টাকা আনা-নেয়ার জন্য সাতটি সিকিউরিটি প্রতিষ্ঠান কাজ করে। এর মধ্যে বাংলাদেশ ব্যাংকের টাকা নিতে আসা ‌‘প্রটেকশন অন’ সিকিউরিটিজ লিমিটেডের সিনিয়র ওয়ারেন্ট অফিসার শেখ নজরুল ইসলাম বলেন, ‘আমাদের টাকার গাড়ির সাথে সাথে কয়েক সদস্যের একটি পুলিশ স্কোয়াড যাচ্ছে। ফলে টাকা নিতে কোনো সমস্যা হচ্ছে না। পুলিশ এভাবে সহায়তা করলে তাদের টাকা নিয়ে চলাচল করতে কোনো সমস্যা হবে না।’

ডাচ বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কে. সামশি তাবরিজ বাংলামেইলকে বলেন, ‘আজ পুলিশের সহায়তায় টাকা তুলে এটিএম বুথে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। আগামীকাল অথবা পরশুদিনের মধ্যে এ সমস্যা সমাধান হয়ে যাবে।’

বাংলাদেশ ব্যাংকের কারেন্সি অফিসার (মহাব্যবস্থাপক) মো. সাইফুল ইসলাম খান বলেন, ব্যাংকগুলোকে এটিএম বুথে পর্যাপ্ত টাকা সরবরাহের নির্দেশের পর এবং তাদের টাকা নিরাপদে পৌঁছানোর ব্যবস্থা করার পর এখন বাংলাদেশ ব্যাংক থেকে টাকা তোলার হিড়িক পড়েছে। বুধবার দিন শেষে ৪৮৬ কোটি টাকা উত্তোলন এবং সাড়ে ৩ কোটি টাকা জমা করেছে বিভিন্ন ব্যাংক।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2013
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া